উইন্ডোজ ১১ হালনাগাদের ফেইক লিংক! উল্টো ম্যালওয়্যারে 'ভরপুর' হবে কম্পিউটার

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: এইচপির থ্রেট রিসার্চ ডিপার্টমেন্ট একটি ফেইক ওয়েবসাইটের খোঁজ পেয়েছেন। এই ওয়েবসাইটটি সরাসরি মাক্রোসফট থেকে উইন্ডোজ ১১ হালনাগাদ করার প্রস্তাব দেয়। এতে ক্লিক করলেই উইন্ডোজ হালনাগাদ তো করেই না উল্টো ম্যালওয়্যারের স্তূপ জমতে সাহায্য করে।

ওয়েবসাইট হালনাগাদের প্রস্তাবটি বেশ আকর্ষনীয়ভাবেই আসে। ‘উইন্ডোজ-আপগ্রেডেড ডট কম’ (বর্তমানে ডিকমিশন) মাইক্রোসফটের উপস্থাপন ও স্টাইল নিখুঁতভাবে নকল করেছে, এর সঙ্গে উইন্ডোজ হালনাগাদ অথবা পরিস্কার করতে আগ্রহীদের জন্য খুব সুন্দর করে ‘এখুনি ডাউনলোড করুন’ বাটন দেয়া থাকে। এতে ক্লিক করলে প্রতারিত ব্যবহারকারীরা আসলে ‘উইন্ডোজ ১১ইনস্টালেশনঅ্যাসিসট্যান্ট ডট এক্স’ সম্বলিত একটি ১ দশমিক ৫ এমবির জিপ ফাইল পায়। এটি মূলত জেপিইজি ফাইলের আদলে একটি ডিএলএল (ডায়নামিক লিংক লাইব্রেরি) ডাউনলোড করে।

এই রেডলাইন স্টিলার ম্যালওয়ার স্যুট ইনস্টল করার ফলাফল হলো ইউজারনেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর এবং ক্রিপ্টোকারেন্সির তথ্যাদিও অন্যের হাতে তুলে দেয়া।

Techshohor Youtube

ডিসকর্ড চ্যাট প্রোগ্রামের মতো জনপ্রিয় সফটওয়্যারের ক্ষেত্রেও একইধরনের ফেইক ডাউনলোডের প্রস্তাব আসে। এইচপির বিশ্লেষকরা বিভিন্ন সাইট ডাউনলোড করার সময় সতর্ক থাকতে বলেছেন, এমনকি নামী সার্চ ইঞ্জিন থেকেও এ ধরনের ডাউনলোড প্রস্তাব আসলেও ইনস্টলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

পিসিওয়ার্ল্ড/আরএপি

আরও পড়ুন

কম্পিউটারের দখল নিচ্ছে করোনা থিমের ম্যালওয়্যার

ম্যালওয়্যার ছড়িয়ে কুকিজ চুরি!

অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার থেকে বাঁচার উপায়

*

*

আরও পড়ুন