নতুন গ্যালাক্সিএস২২ আল্ট্রা ফাইভজি ফোনে কী দিয়েছে স্যামসাং?

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: বাজারে স্যামসাং এস২২ সিরিজগুলো চলে এসেছে। এস-সিরিজ পরিবারে এ বছরের জন্য নন-ফোল্ডেবল তিনটি ফোন পাওয়া যাবে। গ্যালাক্সি এস২২ আলট্রার একটি ফোনেই সর্বোচ্চ প্রযুক্তির ক্যামেরা এবং এস পেন পাওয়া যাবে। এছাড়াও আরো অনেক কিছুই থাকছে এই স্মার্টফোনটিতে।

যা আছে স্যামসাং গ্যালাক্সিএস২২ আল্ট্রা ফাইভজি-তে

বডি: ১৬৩.৩ বাই ৭৭.৯ বাই ৮.৯মিলিমিটার, ২২৯ গ্রাম (ওজন); সামনে ও পেছনে গরিলা গ্লাস ভিকটাস+, অ্যালুমিনিয়াম ফ্রেম

Techshohor Youtube

ডিসপ্লে: ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড টুএক্স, ১২০ হার্টজ, এইচডিআর ১০+, ১৭৫০ নিটস (পিক), ১৪৪০ বাই ৩০৮০ পিক্সেল রেজ্যুলেশন, অ্যাসপেক্ট রেশিও ১৯.২৫ : ৯, ৫০০ পিপিআই; সবসময় অন-ডিসপ্লে।

চিপসেট: এক্সিনোস ২২০০(৪ন্যানোমিটার)-ইন্টারন্যাশনাল, কোয়ালকম এসএম৮৪৫০ স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪ ন্যানোমিটার)

মেমোরি: মূল্যভেদে চার ধরনের। ১২৮জিবি রম ও ৮জিবি র্যাম, ২৫৬জিবি রম ও ১২জিবি র্যাম, ৫১২জিবি রম ও  ১২জিবি র্যাম, ১ টিবি রম ও ১২জিবি র্যাম; ইউএফএস ৩.১

অপারেটিং সিস্টেম/সফটওয়্যার: অ্যান্ড্রয়েড ১২, ওয়ান ইউআই ৪.১

পেছনের ক্যামেরা: মোট ৪টি। প্রধান ক্যামেরাটি ওয়াইড অ্যাঙ্গেল ১০৮ এমপি, এফ/১.৮, ২৪ মিলিমিটার; এছাড়াও আরো ৩ টি ক্যামেরা আছে। এর একটি ১২এমপি-র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, আর বাকী ২ টি ১০ এমপি-র টেলিফটো ক্যামেরা।

সামনের ক্যামেরা: ৪০ এমপি, এফ/২.২,২৬মিলিমিটার (ওয়াইড), ১/২.৮ ইঞ্চি, দশমিক ৭ ইউএম,টিপডিএএফ।

ভিডিও : মূল ক্যামেরায় সর্বোচ্চ  ৮কে, এবং সামনের ক্যামেরায় সর্বোচ্চ ৪কে

ব্যাটারি: ৫০০০ অ্যাম্পেয়ার; ফাস্ট চার্জিং ৪৫ডব্লিউ, ইউএসবি পাওয়ার ডেলিভারি থ্রি, ফাস্ট কিউআই/পিএমএ ওয়্যারলেস চার্জিং ১৫ ডব্লিউ

বিবিধ: ফিঙ্গারপ্রিন্ট রিডার , স্যামসাং ডিএক্স,স্যামসাং ওয়্যারলেস ডিএক্স(ডেস্কটপের অভিজ্ঞতা সমর্থন করে), বিক্সবে ন্যাচারাল ল্যাঙ্গোয়েজ নির্দেশ ও নিয়ম মেনে চলে, স্যামসাং পে (ভিসা,মাস্টারকার্ড), আল্ট্রা ওয়াইডব্যান্ড সমর্থন করে।

আরও পড়ুন

আইডিসির রিপোর্টে সবচেয়ে বেশি বিক্রি স্যামসাংয়ের

নির্ধারিত সময়ে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ আলট্রার লঞ্চিং নিয়ে অনিশ্চয়তা

স্যামসাং এর বাজেটবান্ধব ৫টি ট্রেন্ডিং স্মার্টফোন

*

*

আরও পড়ুন