![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কুমিল্লাতে ৩ দিনব্যাপী একটি স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প। স্টার্টআপ কুমিল্লার সহযোগিতায় ১২ ফেব্রুয়ারি, শনিবার শুরু হওয়া এই আয়োজন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কান্দিরপার কুমিল্লা আইটি পার্কে চলবে।
এই ইনকিউবেশন প্রোগ্রামটির ফলে স্টার্টআপ কুমিল্লার সহযোগিতায় কুমিল্লা এবং তার পার্শ্ববর্তী জেলার নির্বাচিত ৩৯টি স্টার্টআপের ৮০ জন তরুণ বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ পায়।
করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শনিবার কুমিল্লার জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে এই স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন এবং আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ সচিব ড. মো: মিজানুর রহমান। সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের জেষ্ঠ্য পরামর্শক আর. এইচ. এম. আলাওল কবির।
অনুষ্ঠানে মোঃ তাজুল ইসলাম তরুণদের উদ্দেশ্য করে বলেন, শীর্ষ পর্যায়ে যেতে হলে প্রথমে শিখতে হবে, পরিশ্রম করতে হবে এবং পাশাপাশি সঠিক ও সৎ চিন্তা করতে হবে। বাংলাদেশের নাগরিক তথ্যপ্রযুক্তির যুগে শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে সে সমস্ত বৈশ্বিক সম্ভাবনার সুযোগ গ্রহণ করার সুবিধা নিতে পারেন। তাই তরুণদের তিনি সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যৎ সফলতার জন্য প্রস্তুত হতে আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, এ পর্যন্ত বাংলাদেশের সকল ক্ষেত্রে করোনা পরিস্থিতিতে কুমিল্লা সব জায়গায় এগিয়ে আছে, গত চার বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে বেশি ফসল উৎপাদনকারী জেলা হল কুমিল্লা। মাছ উৎপাদনেও কুমিল্লা বিশাল অবস্থান সৃষ্টি করতে পেরেছে ।তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও আমরা ১.৭৪৮ বিলিয়ন রেমিটেন্স দিতে সক্ষম হয়েছি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এন এম জিয়াউল আলম পিএএ উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলেন , নিজে চিন্তা করে, নিজে আইডিয়া জেনারেট করে বাস্তবে একটি স্টার্টআপকে প্রি-সীড বা গ্রোথ পর্যায়ে অর্থাৎ একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার কালচার পূর্বে ছিল না। বর্তমানে স্টার্টআপদের জন্য সুযোগ রয়েছে। তিনি বলেন যে পর্যায়ক্রমে সকল স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পৌছেঁ দেওয়ার চেষ্টা চলছে এবং পাশাপাশি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার গুলোতেও কাজ করার সুযোগ রয়েছে। এছাড়ও তরুণদের জন্য রয়েছে মেনটরিং সাপোর্ট, অনুদান সাপোর্ট, ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্টসহ নানা সুযোগ যার মাধ্যমে তৈরি হয়েছে একটি সুন্দর ইকোসিস্টেম। এই সুযোগগুলো তরুণদের কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, স্টার্টআপদের জন্য আইসিটি বিভাগ এবং আইডিয়া এর মাধ্যমে সহযোগিতা চলমান থাকবে। কিভাবে একটি উদ্যোক্তার মানসিকতা বিকাশ করা যায়, কিভাবে স্টার্টআপ তার আইডিয়াটি ডেভেলপ এবং যাচাই করবেন, স্টার্টআপের সফল বাস্তবায়ন, উদ্যোক্তাদের বিভিন্ন আইনি এবং নৈতিক সমস্যাসহ স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই ইনকিউবেশন প্রোগ্রামে উদ্যোক্তাদের সহিত থাকছে বিশেষ সেশন।
এছাড়া, স্টার্টআপদের আর্থিক কৌশল, আর্থিক বিশ্লেষণ, ব্যবসায়িক মডেল, মার্কেটিং ও বিক্রয় কৌশল এবং পরিকল্পনাসহ স্টার্টআপ মূল্যায়ন পদ্ধতিসমূহ ৩ দিনব্যাপী এই স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামে প্রশিক্ষনের বিষয় হিসেবে প্রাধান্য পাবে। এছাড়া, এ প্রশিক্ষণের মধ্য থেকে শীর্ষ স্টার্টআপগুলো ‘আইডিয়া’ প্রকল্প হতে ১০ লক্ষ টাকা অনুদানের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে অনুদান প্রদানের জন্য ‘আইডিয়া’ প্রকল্পের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি এর প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে আইসিটি বিভাগের আওতায় ২০১৬ সাল থেকে উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরিতে কাজ করছে আইডিয়া প্রকল্প। তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের তরুণদের মাঝে ব্যাপকভাবে উদ্ভাবনী ধারণাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে আইডিয়া। একই সাথে স্টার্টআপদের জন্য একটি উন্নত ও উপযুক্ত স্টার্টআপ কালচার গড়ে তোলার লক্ষ্যে ‘আইডিয়া’ প্রকল্প কাজ করে যাচ্ছে।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
দেশের বিশ্ববিদ্যালয়সমূহে উদ্যোক্তা ও স্টার্টআপদের উন্নয়নে ইনোভেশন হাব তৈরি করবে ইউজিসি এবং আইডিয়া
শনিবার ব্লকচেইন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেবে আইডিয়া