![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ডিসলেক্সিয়ার (পড়াশোনা করতে না পারাজনিত সমস্যা) কারনে স্কুলের গন্ডি পেরুতে পারেন নি অ্যাডাম ডেনসটন। এই ব্যাক্তিই এখন শুধুমাত্র ইউটিউব দেখে তৈরি করছেন চমৎকার সব কংক্রিটের মূর্তি। নিজের একান্ত শখের এ কাজটিকেই তিনি ব্যবসা হিসেবে দাঁড় করিয়েছেন।
ইংল্যান্ডের স্ট্যাফোর্ডে বাস করেন ৪০ বছর বয়সী ডেনসটন। গত বছরই তিনি মূর্তি তৈরির শখকে ব্যবসায় পরিণত করার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, কাজটি তিনি নিজের জন্য করেন এবং এ কারনেই কাজটি অনেক বেশি ফলপ্রসু হয়ে উঠেছে।
ডিসলেক্সিয়ার কারনে স্কুলে অনেক কষ্ট করতে হয়েছে উল্লেখ করে ডেনসটন বলেন, ‘আমাকে স্কুলে অনেক অপমানসূচক কথা শুনতে হয়েছে।’ তিনি যে কোন কাজকে খুব কঠিন মনে করতেন।
ডেনসটন বলেন, ‘জীবন-যাপনকে সহজ করতে আমি একটি রুটিন মেনে চলতাম। খুব কঠোরভাবে রুটিন অনুযায়ি চলতাম, একটু এদিক-সেদিক হলেও ভীষণ ভেঙ্গে পড়তাম আমি। আমার সর্বশেষ চাকরিসহ অন্যান্য কাজেও সবার থেকে পিছিয়ে ছিলাম। আমার মাথায় যা আসতো বলে যেতাম। এমনকি কেউ যদি আমার সামনে মজা করতো আমি তা ভুলভাবে নিতাম কারন আমার মস্তিষ্ক এটি সঠিকভাবে ধরতে পারতো না।’
ইউটিউবে আমি প্রথম মূর্তি তৈরির ভিডিও দেখি তখন আমি ভাবলাম এটি খুব ভালোভাবে প্রতিলিপি করতে পারবো।
পরবর্তীতে তিনি ই-কমার্স সাইট ইবে থেকে কিছু সাঁচ কিনেন এবং এখান থেকেই তার ব্যবসা বাড়তে থাকে। এর পর থেকে তিনি হাজার হাজার মূর্তি বানিয়েছেন। এ প্রসঙ্গে ডেনসটন বলেন, ‘এখান থেকে খুব পরিশ্রম অনেক উপার্জন করা যায়। গ্রীষ্মের সময় সপ্তাহের সাতদিন, দিনে ১২ ঘন্টা কাজ করি। পরিশ্রমের হলেও কাজটি আমি উপভোগ করি।’
বিবিসি/আরএপি
আরও পড়ুন
টিকটককে টেক্কা দিতে ইউটিউব শর্টসে ভয়েসওভার ফিচার
ইউটিউবে একজনেরই আয় ৪৬৩ কোটি টাকা, শীর্ষ দশের কতো