![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: চলতি বছরের প্রথমার্ধের মধ্যেই জনপ্রিয় আইওএস মাল্টিট্রাক ভিডিও এডিটর ‘লুমাফিউসন’ পাওয়া যাবে গ্যালাক্সি স্টোরে। যদিও অ্যাপটি বাজারে আসার সঠিক সময় এখনো জানা যায় নি।
লুমাফিউসনের ডেভেলপার বেশ কিছুদিন ধরেই অ্যান্ড্রয়েট পোর্টের জন্য কাজ করছে। বিশেষ করে গত অক্টোবরে যখন এর ‘বেটা’ ঘোষণা করা হয় তখন থেকেই এটি নিয়ে কাজ চলছে। এখন একটি বিষয় নিশ্চিতভাবে জানা গিয়েছে চলতি বছরের প্রথমার্ধেই গ্যালাক্সি স্টোরে পাওয়া যাবে। নিজেদের ডিভাইসগুলোয় এই ডিভাইসগুলো অপটিমাইজ করতে লুমাফিউসনের ডেভেলপারকে সহায়তা করছে স্যামসাং। নতুন এবং আরো উন্নত এস পেন এর সঙ্গে সংযুক্ত করা হবে।
লুমাফিউসনের ক্রোম ওএস সংস্করনও উন্মোচন করা হবে। তবে অ্যান্ড্রয়েড এবং ক্রোমে কবে নাগাদ ভিডিও এডিটর আসছে তা নির্ভর করবে ডেভেলপারদের কাজের ওপর। অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর জন্য অ্যান্ড্রয়েড১১ অথবা এর পরবর্তী সংস্করনের প্রয়োজন হবে। এছাড়াও অ্যাপটি সহজ চায়নিজ, ডাচ, ফ্রান্স, জার্মান, ইতালি, জাপান, কোরিয়া, রাশিয়া, স্পেন, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের ইংলিশ ভাষায় পাওয়া যাবে।
ভিডিও এডিটিং অ্যাপটির জন্য ক্লিপ স্টুডিও পেইন্টের সঙ্গে বিশেষ অংশীদারিত্ব চুক্তি করেছে স্যামসাং। এটি সাবসক্রিপশনভিত্তিক একটি পেইন্টিং এবং ড্রয়িং অ্যাপ। গ্যালাক্সি ডিভাইসের প্রথম ব্যবহারকারীরা ছয়মাস এই অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
ইন্টারনেট/আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি