ইউরোপে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রাম

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইন প্রনয়নে কাজ চলছে।

এ আইন কার্যকরের পর যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধ করে দিতে পারে মেটা। সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ সতর্কবার্তা উচ্চারন করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যদি একটি নতুন ট্রান্সলান্টিক তথ্য স্থানান্তর কাঠামো গৃহীত না হয় এবং আমরা যদি এসসিসির (স্ট্যানডার্ড কনট্রাকচুয়াল ক্লজেস) ওপর নির্ভরশীলতা বজায় রাখতে না পারি অথবা ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরের কোন বিকল্প উপায় না থাকে তাহলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সেবাগুলো ইউরোপে বন্ধ করে দিতে বাধ্য হবো।’

Techshohor Youtube

কোম্পানিটি জানিয়েছে, এ ধরনের আইন বস্তুগতভাবে আমাদের ব্যবসা, আর্থিক পরিস্থিতি এবং কার্যক্রমের ফলাফলের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

ইউরোপের আইনপ্রনেতা অ্যাক্সেল ভস এ প্রসঙ্গে টুইটারে লিখেছেন, মেটা তাদের তথ্য সুরক্ষার মান ছেড়ে দেয়ার জন্য ইইউকে হুমকি দিতে পারে না। তিনি আরো জানান, ইউরোপ ছেড়ে যাওয়া তাদের জন্যই লোকসানের হবে।

মেটার মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, ইউরোপ থেকে চলে যাওয়ার কোন ইচ্ছা এবং পরিকল্পনা নেই তাদের। কিন্তু বিষয়টি নিয়ে আগেভাগেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বাস্তবতা হলো আন্তর্জাতিক পরিসরে সেবা কার্যক্রম পরিচালনার জন্য মেটা এবং অন্যান্য ব্যবসা, প্রতিষ্ঠান ও সেবাসংস্থাকে ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য স্থানান্তরের ওপর নির্ভর করতে হয়।’

নতুন আইন প্রনয়ণ প্রসঙ্গে ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি।

ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গিয়েছে, ইইউ থেকে যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তর বন্ধ করতে ২০২০ সালের আগস্টে আয়ারল্যান্ডের কমিশন ফেসবুককে প্রাথমিক নির্দেশ দেন।

ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ জানিয়েছেন, ‘ফেসবুকের ইইউ-ইউএস তথ্য স্থানান্তর বিষয়ে একটি তদন্ত শুরু করেছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন। যদিও এটি আরো অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। বিষয়টি অব্যাহত থাকলে এসসিসির ওপর নির্ভরশীল ব্যবসা এবং অনলাইন সেবার ওপর নির্ভর করা ব্যাক্তি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।’

চলতি বছরের দ্বিতীয়ার্ধের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আশা করছে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা কমিশন।

তথ্য স্থানান্তরের আইনগত ভিত্তি হিসেবে এসসিসি ব্যবহার না করা যায় তাহলে ফেসবুককে ইউরোপিয় ব্যবহারকারীদের থেকে সংগ্রহ করা বেশিরভাগ তথ্য ইউরোপকে বন্ধ করে দিতে হবে। আইন মানতে ব্যর্থ হলে ফেসবুককে বার্ষিক আয়ের ৪ শতাংশ অথবা ২ দশমিক ৮ বিলিয়ন ডলার জরিমানা ধার্য্য করতে পারে ডিপিসি।

সিএনবিসি/আরএপি

আরও পড়ুন

ডেটা ছাড়া টেক্সটের মাধ্যমে ব্যবহার করা যাবে ফেইসবুক ও মেসেঞ্জার

ফেইসবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা জাকারবার্গের চিঠি

ইউরোপে বাধা পাচ্ছে ফেইসবুকের ক্রিপ্টোকারেন্সি

*

*

আরও পড়ুন