![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা গত বছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সমস্যার কারনে এসময় কোম্পানির সার্বিক আয়ে খুব বেশি প্রবৃদ্ধির দেখা মেলেনি। এছাড়া কমেছে নেট আয়।
ধারণা করা হচ্ছে, শ্রমশক্তি বৃদ্ধি মেটার আয় কমে যাওয়ার জন্য আংশিকভাবে হলেও দায়ী। মেটাভার্স ব্যবসায় পরিণত হওয়ার জন্য গত বছরের তৃতীয় প্রান্তিকে একটি বড় কৌশলগত পরিবর্তন ঘোষণা করে ফেসবুক কর্তৃপক্ষ। এই ব্যবসা দাঁড় করাতে আরো সময় ও অর্থ ব্যয়ের কথাও জানানো হয়; যার অংশ হিসেবেই ফেসবুকের বাণিজ্যিক বিভাগের নাম পরিবর্তন করে মেটা রাখা হয়। পরিকল্পনা বাস্তবায়ন করতে বিপুলসংখ্যক নিয়োগ দিয়েছে মেটা। ডিসেম্বরের শেষ সময়ের মধ্যে কর্মীসংখ্যা ২৩ শতাংশ বেড়ে ৭১ হাজার ৯৭০ জনে পৌঁছেছে। জনবল বৃদ্ধির কারনে গত বছরের একই সময়ের তুলনায় চতুর্থ প্রান্তিকে আয়ের শতাংশ হিসেবে সাধারন ও প্রশাসনিক ব্যয় ৪০০ বেসিস পয়েন্ট বেড়েছে।
মেটার প্রতিবেদন অনুযায়ি, ডিসেম্বরে শেষ হওয়া চতুর্থ প্রান্তিকে ৩৩ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় হয়েছে; যা ওয়ালস্ট্রিটের বিনিয়োগকারীদের দেয়া পূর্বাভাসের চেয়ে (৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার) বেশি। শুধু তাই নয় এই আয় গত বছরের একইসময়ের তুলনায় আয় ২০ শতাংশ বেশি হয়েছে। এ হিসাব অনুযায়ি আয় প্রত্যাশার তুলনায় বেশি হলেও চতুর্থ প্রান্তিকে মূলত কোম্পানিটির নেট আয় ৮ শতাংশ কমে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়েছে। এছাড়া এসময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ ডলার ৬৭ সেন্ট; প্রত্যাশার তুলনায় কম। ওয়ালস্ট্রিটের বিনিয়োগকারীরা শেয়ারপ্রতি ৩ ডলার ৮৪ সেন্ট আয়ের প্রত্যাশা করেছিলেন।
মেটাভার্স কোম্পানিতে রূপান্তরের অংশ হিসেবে মেটার ব্যবসা দুটি অংশে বিভক্ত হবে: অ্যাপের পরিবার এবং ফেসবুক রিয়েলিটি ল্যাব। চতুর্থ প্রান্তিকে ফ্যামেলি অব অ্যাপ সেগমেন্টের পরিচালন আয় হয়েছে ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার হয়েছে, যা এক বছর আগের তুলনায় এক বিলিয়ন ডলার বেশি। মেটার ফ্যামেলি অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম,হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার।
অন্যদিকে ফেসবুক রিয়েলিটি ল্যাব চতুর্থ প্রান্তিকে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার লোকসান করেছে। ব্যবসা রূপান্তরেও বিনিয়োগের কারনে বার্ষিক হিসেবে মেটার অপারেটিং মার্জিন ৯০০ বেসিস পয়েন্ট কমেছে। মেটা বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছে এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই কারন তারা ব্যবসা রূপান্তরের জন্য উল্লেখযোগ্য পরিমানে বিনিয়োগ করবে।
ইন্টারনেট/আরএপি
আরও পড়ুন