টুইটে শব্দসীমা উঠিয়ে দিচ্ছে টুইটার?

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: সংক্ষেপে ও সুন্দর করে বার্তা প্রকাশের জন্য টুইটার বেশ জনপ্রিয়। তবে বর্তমানে টুইটার ব্যবহারকারীকে ২৮০ শব্দের মধ্যেই যে কোন পোস্ট দিতে হয়। অনেকের জন্য শব্দের এ সীমাবদ্ধতায় সমস্যা না হলেও কারো জন্য তা যথেষ্ট নয়। এ বিষয়টি চিন্তা করেই ‘টুইটার আর্টিকেলস’ নামে নতুন একটি ফিচার তৈরিতে কাজ করছে এই সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং সাইটটি। এর ফলে টুইটার ব্যবহারকারীরা আরো বড় পোস্ট লিখতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁস করার জন্য জনপ্রিয় হয়ে উঠা জেন মাঞ্চুন ওং টুইটারের এই নতুন ফিচার নিয়ে তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘টুইটার এখন ‘টুইটার আর্টিকেল’ নিয়ে কাজ করছে। ফলে খুব শিগগিরই প্লাটফর্মটিতে নতুন একটি ফিচার যুক্ত হবে।

উল্লেখ্য, টুইটারের আর্টিকেলগুলি টুইটারে দেখতে কেমন হতে পারে তা নিয়ে চলতি সপ্তাহে একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন ওং। তিনি বলছেন, টুইটার আর্টিকেলের অনেক সম্ভাবনা রয়েছে। 

Techshohor Youtube

যদিও স্ক্রিনশটের মাধ্যমে অনেক কিছুই বিস্তারিত জানা যায় না। তবে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে টুইটার অ্যাপের মধ্যে নিজস্ব বিভাগ থাকবে।

টুইটারের একজন মুখপাত্র মেইল অনলাইনকে জানিয়েছেন, ‘মানুষকে টুইটারের মাধ্যমে আলোচনা শুরু এবং এর সঙ্গে যুক্ত রাখার জন্য আমরা সবসময়ই নতুন নতুন উপায় সন্ধান করে থাকি।’

২০০৬ সালে টুইটার চালুর সময় সর্বোচ্চ ১৪০ শব্দের মধ্যে টুইট লিখতে হতো। পরবর্তীতে ২০১৮ সালে টুইটার ব্যবহারকারীদের মনের কথা আরো ভালোভাবে ব্যাক্ত করার সুবিদার্ধে শব্দসীমার সংখ্যা দ্বিগুন করে ২৮০তে উন্নীত করা হয়। কিন্তু এর পরেও শব্দসীমা নির্দিষ্ট থাকায় অনেকেরই অসুবিধা হতো।

ডেইলিমেইল/আরএপি

*

*

আরও পড়ুন