ফেসবুকের ক্রিপ্টো লিব্রা-র কফিনে শেষ পেরেক

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প ‘ডিয়েম অ্যাসোসিয়েশন’ সব সম্পদ সিলভারগেট ক্যাপিটাল করপোরেশনের কাছে ১৮২ মিলিয়ন ডলারে বিক্রির ঘোষণা দিয়েছে ফেসবুক সত্ত্বাধিকারী মেটা। ‘লিব্রা’ নামে ক্রিপ্টোকারেন্সি চালুর উদ্দেশ্যে দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালে প্রকল্পটির ঘোষণা দেয় ফেসবুক। শুরু থেকেই এ প্রকল্প নিয়ে নেতিবাচক মনোভাবে ছিলেন নীতিনির্ধারকরা।

এ প্রসঙ্গে ডিয়েম এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় রেগুলেটরদের সঙ্গে আলোচনা করে একটি বিষয় পরিস্কার হয়েছে যে প্রকল্পটি সামনে এগুতে পারবে না।’

ডিয়েমের প্রধান নির্বাহি কর্মকর্তা স্টুয়ার্ট লেভি জানিয়েছেন, সামনে এগুনোর সবচেয়ে সেরা উপায় হচ্ছে ডিয়েম গ্রুপের সম্পদ বিক্রি করে দেয়া। তাই সিলভারগেটের কাছে এর সম্পদ বিক্রি করে দেয়া হয়েছে।’

Techshohor Youtube

ডিয়েম এসোসিয়েশন পৃথক একটি প্রতিষ্ঠান হলেও এটি পরিচালনার অর্থ ফেসবুকের থেকেই আসে। ডেইম বা লিব্রাকে ফেইসবুক একটি স্থিতিশীল মুদ্রা বা ‘স্টেবল কয়েন’ হিসেবে প্রচলন করতে চেয়েছিলো; যা যে কোন আর্থিক উত্থান-পতনের পরিস্থিতিতে কম প্রভাবিত হবে। বিভিন্ন দেশের জাতীয় মুদ্রা অথবা কমোডিটির মতো তুলনামূলক কম পরিবর্তনশীল সম্পদের সঙ্গে তাল মিলিয়ে এর মূল্যমান নির্ধারন করা হয়।

প্রকল্পটি নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিলেন নীতিনির্ধারক ও রাজনীতিবিদরা। তারা ডিয়েমকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন।

ডিয়েমের সিইও স্টুয়ার্ট লেভি বলেছেন, যেসব উদ্বেগের সমাধান করতে আমরা এই প্রযুক্তিটি তৈরি করেছিলাম সেগুলোই ক্রিপ্টোকারেন্সি বন্ধ করার মূল কারন হিসেবে আবির্ভূত হয়েছে। ডিয়েম পেমেন্ট নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম ছিলো এর অবৈধ ব্যবহার বন্ধ করতে কড়া নিয়ন্ত্রন আরোপ করা। এসব নিয়ন্ত্রনের মধ্যে বেনামী লেনদেন নিষিদ্ধ ছিলো উল্লেখযোগ্য পদক্ষেপ। কারন এ ধরনের লেনদেন নিষেধাজ্ঞা ও মুদ্রাপাচারের ঝুঁকি বৃদ্ধি করে।

অন্যদিকে মেটার ডিজিটাল ওয়ালেট প্রকল্প নোভির প্রধান স্টিফেন কাসরিয়েল জানিয়েছেন, আমাদের কোম্পানি ফিনটেক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে।

বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন