![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: নিজস্ব স্মার্টঘড়ি তৈরির জন্য অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে গুগল। অবশেষে গুগল পিক্সেল ওয়াচ নামের ঘড়িটি ২৬ মে বাজারে আসতে যাচ্ছে বলে জানা গিয়েছে। গোপন সংবাদ ফাঁসের ক্ষেত্রে জনপ্রিয় জন প্রোসার টুইটারে এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
জন প্রোসারের টুইটারে বলা হয়েছে, ‘একবছর ধরে আসি আসি করলেও পিক্সেল ওয়াচ উন্মোচন নিয়ে একটি নির্ধারিত সময় পেলাম। অবশেষে আগামি ২৬ মে বৃহস্পতিবার আসবে এটি। তবে, গুগল সাধারনত অনেক ক্ষেত্রেই সময় পিছিয়ে দেয়। সেরকম কিছু হলে আমরা জানতে পারবো।’
অন্যান্য স্মার্টওয়াচে থাকা সুবিধাগুলোর সঙ্গে গুগলের ডিভাইসটির পার্থক্য থাকছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে, পরবর্তী প্রজন্মের গুগল অ্যাসিসট্যান্ট, টেনসরের চিপ উল্লেখযোগ্য। বর্তমানে গুগল পিক্সেল সিক্স ডিভাইসগুলোয় টেনসর জিএস১০১ চিপসেট ব্যবহার করা হচ্ছে, যা মূলত হার্ডওয়্যার উন্নতকরনসহ একটি এক্সিনস প্রসেসর। এছাড়াও ঘড়িটিতে পদক্ষেপ গননা ( স্টেপ কাউন্টিং), হৃদকম্পন পরিমাপকসহ মৌলিক স্বাস্থ্য সুরক্ষা ফিচার থাকবে।
পিক্সেল সিক্সের সাথেই নিজেদের প্রথম স্মার্টফোনটি উন্মোচন করতে চেয়েছিলো গুগল। পরবর্তীতে উন্মোচনের এ সময় তারা পিছিয়ে দেয়।
ইন্টারনেট/আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি