স্যামসাংয়ের 'গ্যালাক্সি এস২২ আল্ট্রা' আসছে ৯ ফেব্রুয়ারি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অপেক্ষার অবসান ঘটিয়ে আগামি ৯ ফেব্রুয়ারি বাজারে আসবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ আলট্রা। এর আগেই কোরিয়ান কোম্পানিটি জানিয়েছিলো ফেব্রুয়ারি মাসেই তাদের এ নতুন হ্যান্ডসেটটি বাজারে আসছে।

স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আশা করছে এ ফোনটি ‘এখন পর্যন্ত তৈরি করা এস সিরিজগুলোর মধ্যে সবচেয়ে সেরা’ হবে। এস২২ আলট্রাতে এস পেন-ও থাকছে।

ফোন উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে যাতে করে একইসময়ে সবাই তা দেখতে পায়। স্যামসাংয়ের ইউটিউব পেজে মোবাইলটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। নতুন গ্যালাক্সি এস স্মার্টফোনগুলোয় আলো স্বল্পতায় ফটোগ্রাফিতে যে সমস্যা হয় তার সমাধান হবে জানিয়ে ভিডিওটিতে স্লােগানের মতো করে বলা হয়েছে ‘রাতের আধার ভেঙ্গে দাও’ এবং ‘আলোর নিয়ম ভেঙ্গে দাও’। 

Techshohor Youtube

এদিকে স্যামসাংয়ের নতুন আরেক ডিভাউস গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজটি কিছুদিনের মধ্যেই বাজারে আসবে বলে জোর গুঞ্জণ রয়েছে বাজারে।

সূত্র: ইন্টারনেট/আরএপি

*

*

আরও পড়ুন