বছরে ১৪ হাজার ৩০৭ কোটি আয় গ্রামীণফোনের

GrameenPhone Corporate Office_ Tech Shohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রামীণফোন ২০২১ সালে ১৪ হাজার ৩০৭ কোটি টাকা আয় করেছে । এই আয় ২০২০ সালের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি।

এই আয়ে অপারেটরটির নিট লাভ হয়েছে ৩ হাজার ৪১৩ কোটি টাকা। যেখানে শুধু বছরের শেষ প্রান্তিকেই লাভ ৮১৬ কোটি টাকা।

অপারেটরটি বছরটিতে ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৪২ লাখ নতুন গ্রাহক পেয়েছে। ২০২১ সালের শেষ পর্যন্ত তাদের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮কোটি ৩৩ লাখে।

Techshohor Youtube

গ্রামীণফোন বলছে, তাদের মোট গ্রাহকের ৫৩ দশমিক ৫ শতাংশ বা ৪ দশমিক ৪৬ কোটি গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন। এটি বছরের প্রবৃদ্ধির হিসাবে ৮ শতাংশ।

মূল সংখ্যা (টাকা)২০২১ ৪র্থ প্রান্তিক২০২১ অর্থবছর
রাজস্ব (কোটি)৩,৬২৮১৪,৩০৭
বছরপ্রতি রাজস্ব প্রবৃদ্ধি৪.২%২.৫%
কর পরবর্তী নিট মুনাফা (কোটি)৮১৬৩,৪১৩
এনপিএটি মার্জিন২২.৫%২৩.৯%
ইবিআইটিডিএ মার্জিন৬২.৪%৬২.৬%
শেয়ার প্রতি আয়৬.০৪২৫.২৮
ক্যাপেক্স (লাইসেন্স, লিজ এবং এআরও ব্যতীত) (কোটি)৬৫৪১,৭২৬

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলছেন, তারা ২০২১ সালের মার্চে ১০ দশমিক ৪ মেগাহার্টজ নতুন তরঙ্গ কেনেন। ওই মাসেই দেশজুড়ে এর শতভাগ টাওয়ারে ফোরজি নেটওয়ার্ক স্থাপন করেন। বছরটিতে আগের বছরের তুলনায় ফোরজি ডেটা ব্যবহারকারী বেড়েছে ৭৯ লাখ এবং প্রবৃদ্ধি হয়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ।

অপারেটরটির প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার (সিএফও) বলেন, চতুর্থ প্রান্তিকে ২০২০ সালের একই সময়ের তুলনায় সাবস্ক্রিপশন ও ট্র্যাফিক রাজস্ব বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ এবং ডেটা ব্যবহার বেড়েছে ৪৯ শতাংশ।

‘তারা প্রতি সর্বশেষ সভায় শেয়ারে ১২ দশমিক ৫ টাকা চূড়ান্ত লভ্যাংশ প্রস্তাব করেছেন। এর ফলে মোট লভ্যাংশ দাড়িয়েছে পরিশোধিত মূলধনের ২৫০ শতাংশ, যা ২০২১ সালের মোট কর পরবর্তী মুনাফার ৯৮ দশমিক ৯ শতাংশ (১২৫ শতাংশ অর্ন্তবতী নগদ লভ্যাংশ সহ)।  রেকর্ড তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত যারা শেয়ারহোল্ডার থাকবেন তারা এই লভ্যাংশ পাবেন, যা ২৬ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ২৫তম বার্ষিক সাধারণ সভার দিন শেয়ারহোল্ডারদের অনুমোদনের ওপর নির্ভর করবে’ জানান তিনি।

*

*

আরও পড়ুন