![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের রংপুর বিভাগে শুধু নামেই গ্রামীণফোনের থ্রিজি ও ফোরজি সেবা।
বিটিআরসির কোয়ালিটি অব সার্ভিস টেস্টে থ্রিজি ও ফোরজি সেবার যে বেঞ্চমার্ক সেটি ধরতে পারেনি অপারেটরটি।
আটটি বিভাগের মধ্যে পুরো একটি বিভাগে দেশে গ্রাহক সংখ্যায় সবচেয়ে বড় অপারেটরের এখনও থ্রিজি-ফোরজি সেবার মান ঠিক রাখতে না পারাকে হতাশাজনক বলছেন খাত সংশিষ্টরা।
রংপুর বিভাগের ৭ টি জেলা ও ২৮টি উপজেলায় এই গতি যাচাইয়ের পরীক্ষা করেছে বিটিআরসি। প্রায় ১৫ দিন ধরে এই কোয়ালিটি অব সার্ভিসের ড্রাইভ টেস্ট চালায় নিয়ন্ত্রণ সংস্থাটি।
কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুযায়ী, থ্রিজি প্রযুক্তির ইন্টারনেটে ডাউনলোডের সর্বনিম্ন গতি ২ এমবিপিএস পর্যন্ত । সেখানে গ্রামীণফোনের গতি ১ দশমিক ১৭ এমবিপিএস ।
এখানে রবি ও বাংলালিংক বেঞ্চমার্ক ঠিক রাখলেও টেলিটক পারেনি।
কিউওএস অনুযায়ী ফোরজি প্রযুক্তির ইন্টারনেটে ডাউনলোডের সর্বনিন্ম গতি ৭ এমবিপিএস হতে হবে। এতে দেখা যাচ্ছে গ্রামীণফোনের গতি ৫ দশমিক ০৬ এমবিপিএস।
এখানে রবি ছাড়া বাংলালিংক ও টেলিটকও ফোরজির নির্ধারিত বেঞ্চমার্ক ঠিক রাখতে পারেনি।
ভয়েস কল, ডেটা ও নেটওয়ার্কের কাভারেজ এলাকা-এই তিন মূল বিভাগে মোবাইল ফোন অপারেটরদের সেবার মান যাচাই করা হয়।
এতে ভয়েস কলের ক্ষেত্রে অন্যতম ইস্যু কলড্রপের ক্ষেত্রে কী অবস্থা দেখা যাক। চার অপারেটরই কলড্রপের পরীক্ষায় পাস করে গেছে।
কিউওএস অনুযায়ী এটি ২ শতাংশ পর্যন্ত হওয়ার সুযোগ আছে। অপারেটরগুলোর কলড্রপের হার এর নীচেই আছে।
আরও পড়ুন
প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে গ্রামীণফোনের ২০০ জিপিসি
১৫৯ কর্মীকে একযোগে ছাঁটাই জিপির
‘অশ্লীল’ ভিডিও প্রচারের অভিযোগ, জিপি-রবিকে ব্যাখ্যা চেয়ে নোটিশ