![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিওআইপি সেবাদাতা ৭২৯ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি।
এসব প্রতিষ্ঠানকে সব ধরণের কার্যক্রম হতে বিরত থাকতে বলা হয়েছে। এখন হতে এদের কোনো সেবা নেয়া এবং কোনো লেনদেন করা যাবে না।
বিটিআরসি বলছে, মেয়াদউত্তীর্ণ হয়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। রোববার এই লাইসেন্স বাতিলের নোটিস জারি করে সংস্থাটি।
দেশে ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপভিত্তিক যোগাযোগ বেড়ে যাওয়ায় ভিওআইপি কলের সংখ্যা ব্যাপকহারে কমে গেছে। সামনে এই ব্যবসায় তাই তেমন আর কোনো সম্ভাবনা দেখছেন না খাতটির ব্যবসায়ীরা।
আরও পড়ুন
অবৈধ ভিওআইপির দায় নেবে না টেলিটক, ষড়যন্ত্রের ইঙ্গিত
টেলিটকের ৩৪০০ সিমে অবৈধ ভিওআইপি চালাচ্ছিলো চক্রটি
অবৈধ ভিওআইপিতে টেলিটকের হাজার হাজার সিম
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি