![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরকারের ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনায় প্রথম হয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ।
২০২০-২১ অর্থবছরের এ উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৯ দশমিক ৮ নম্বর পেয়েছে বিভাগটি।
বিভাগের এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক দিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তি বিভাগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ অর্জনে তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিবসহ সকল প্রকল্প পরিচালক ও কর্মকর্তা-কর্মচারিদেরও ধন্যবাদ জানান তিনি।
এছাড়া ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যত প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা এবং মাঠ পর্যায়ের কর্মী, সাধারণ জনগণকেও ধন্যবাদ জানান পলক।
আরও পড়ুন
ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
দেশে কোথায় কত ক্যাশ সার্ভার ?
বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ চালু
ডেটলাইনের মধ্যে সরছে না সব ক্যাশ সার্ভার, গুগল-ফেইসবুককে দোষারোপ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি