বাজারে আসছে ভিভো ভি২৩ ৫জি, থাকবে কালার চেঞ্জিং গ্লাস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন বছরের শুরুতেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ভিভো। বাংলাদেশের বাজারে আনছে ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি২৩ ৫জি । 

ভিভো ভি২৩ ৫জি এর বডি ডিজাইনে থাকবে কালার চেঞ্জিং গ্লাস, যা একটি ব্যতিক্রমী ডিজাইন এবং কালার চেঞ্জিং এর অনুভূতি দিবে গ্রাহকদের। থাকবে ৫জি নেটওয়ার্ক কানেকটিভিটি । 

ভিভো’র ভি সিরিজের অন্য স্মার্টফোনগুলোর মতো এই স্মার্টফোনটিতেও সেলফি ক্যামেরায় জোর দিয়েছে ভিভো । এতে ৫০ মেগাপিক্সেলের একটি অটো ফোকাস পোর্ট্রেট সেলফি ক্যামেরা থাকবে।

Techshohor Youtube

সেলফি ক্যামেরায় নিত্যনতুন উদ্ভাবন, অসাধারণ ডিজাইন এবং নিরঙ্কুশ পারফরম্যান্সের জন্য গ্রাহকদের মধ্যে সুপরিচিত ভিভোর ভি-সিরিজ । ভি-সিরিজ নিয়ে গ্রাহকদের আগ্রহ নিয়ে ভিন্নমুখী গবেষণার পরই নতুন স্মার্টফোনের ঘোষণা আসে ভিভোর পক্ষ থেকে।

অত্যাধুনিক ফ্রন্ট ক্যামেরা সিস্টেম যুক্ত ভিভো ভি২৩ ৫জি স্মার্টফোন ফটোগ্রাফির ভবিষ্যতকে নিশ্চিতভাবে বদলে দিবে বলছে ভিভো

*

*

আরও পড়ুন