![]() |
শিক্ষার্থীদের তৈরি মার্স রোভার ‘এনএসইউ মার্স এক্স’ নিয়ে দেশ বিদেশে সমাদৃত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। টিমের ৩৭ জন সদস্যকে নিয়ে গর্বিত এই দলের নেতা খান আফনান রাহাদ। টেকশহরের সাথে কথোপকথনে বলছিলেন এনএসইউ মার্স এক্স নিয় ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জ (আইআরসি) ২০১৯ -এ অংশগ্রহণ করা ও কানাডিয়ান ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ (সিআইআরসি) ২০১৯ -এ নির্বাচিত হবার গল্প।
দলের প্রাক্তন দলনেতা মাহমুদুর রশীদ অর্ক বলেন, “শুরুর দিকে বিষয়টি অনেক চ্যালেঞ্জিং ছিলো তবে দলের সবার আন্তরিকতায় এটি তৈরি করতে আমরা সফল হই।”
এনএসইউ মার্স এক্স ২০১৯ সালে ভারতীয় রোভার চ্যালেঞ্জে ৬ষ্ঠ তম স্থান পেয়েছে। তখনকার স্মৃতিচারণে দলের সফটওয়্যার টিমের লীডার সৌমিক মাহবুব হৃদয় বলেন, “এনএসইউ মার্স এক্স রোভারটি আমাদের সন্তানের মতো। অনেক আবেগ নিয়ে আমরা এটিকে তৈরি করেছি ও সম্মান অর্জন করেছি।”
বর্তমান দলনেতা রাহাদ মনে করেন, ভবিষ্যতে দেশের এই সেক্টরে সহযোগিতা আরও বাড়বে এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠানে মার্স রোভার নিয়ে আরো গবেষণাধর্মী কাজ বৃদ্ধি পাবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি