![]() |
নারীর প্রয়োজনীয় চলাচলকে নিরাপদ ও বাধাহীন করতে বুয়েটের তিন শিক্ষার্থী তৈরি করেছে ওয়াচার ২৪/৭ মোবাইল-অ্যাপ। দলনেতা সানজানা বিনতে সিরাজ শুনিয়েছেন সেই গল্প।
SOS ভিত্তিক এই মোবাইল-অ্যাপ তৈরিতে আরও কাজ করেছেন সানজানার দুই সহপাঠী রিয়া দে ও সায়রা ইয়াসমিন। এ অ্যাপ ব্যবহার করে যে কেউ তার বিপদের মুহূর্তে পরিচিতজনদের কাছে নিজের অবস্থান জানিয়ে সাহায্য চাইতে পারবে, পাশাপাশি নিকটস্থ থানা ও হাসপাতালের অবস্থান জেনে নিতে পারবে। মোবাইলের পাওয়ার বাটনে তিনবার প্রেস করলেই তার বিপদের বার্তা বিশ্বস্ত ব্যক্তি ও আপনজনের কাছে পৌঁছে যাবে।
সানজানা জানান, “এই অ্যাপকে নিরাপত্তা সংস্থার সাথে সংযুক্ত করার পথে অনেকখানি এগিয়ে গেছেন তারা। ৯৯৯ নাম্বারের সহায়তায়ও আগামীতে পাওয়া যাবে এই অ্যাপ এ।”
এই অ্যাপের সাথে সংযুক্ত ওয়্যারাবল ডিভাইস তৈরিতেও কাজ করছেন তারা। এই ডিভাইস শুধু নিরাপত্তাই না, প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেবে ব্যবহারকারীকে।
মূলত Watcher 24/7 মোবাইল-অ্যাপ দিয়ে নারীদের স্বাভাবিক চলাচলকে নিরাপদ ও চিন্তামুক্ত করার লক্ষ্যেই তারা এটি তৈরি করেছে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি