মাটি হতে বিদ্যুৎ তৈরিতে এআইইউবি শিক্ষার্থীর উদ্ভাবন

মাটি ব্যবহার করে বিদ্যুৎ তৈরির প্রকল্প সাসটেইনেবল আর্থ ব্যাটারি উৎপাদন করে নিজেকে পরিচিত করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AIUB) -এর শিক্ষার্থী মোঃ সামিউল ইসলাম বর্ণ। টেকশহর এর প্রযোজনা ক্যাম্পাস টেক ট্যালেন্ট এ এসে বর্ণ শুনিয়েছেন তাঁর জয়যাত্রার নানা কথা।

ছোটবেলায় আকাশের বজ্রপাত দেখে মাথায় আশা চিন্তা থেকেই মাটি থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা শুরু করেন। উদ্ভাবনের পর তা বিভিন্ন প্রতিযোগিতায় লাভ করে সম্মান জনক স্বীকৃতি। সাসটেইনেবল আর্থ ব্যাটারি দিয়ে এখন ৫ ওয়াটের ২ টি বাল্ব জ্বালানো ও মোবাইল ফোন চার্জ দেবার মতো গুরুত্বপূর্ণ চাহিদা মেটানো যায়।

মাটি থেকে তৈরি বলে এই বিদ্যুৎ কে কৃষি কাজে ব্যবহার করার ক্ষেত্র নিয়ে গবেষণা করছে বর্ণ’র দল টিম আননোন। ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে সমাদৃত হওয়া সাসটেইনেবল আর্থ ব্যাটারি উদ্ভাবনের জন্য তারা জয় করেছে AIUB ডিন’স এ্যাওয়ার্ড। পরিবারের সহযোগিতায় এতোদূর আসা মোঃ সামিউল ইসলাম বর্ণ সমগ্র বিশ্বের মানুষের পাওয়ার ক্রাইসিস নিরসনে আর্থ ব্যাটারিকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে চান।

*

*

আরও পড়ুন