![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিভো প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার-কে ‘ভিভো সার্ভিস ডে ‘ ঘোষণা করেছে। এবার এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই বিজয়ের মাসে গ্রাহকদের জন্য আরও কিছু বাড়তি সেবা দেয়ার পদক্ষেপ নিয়েছে ভিভো।
চলতি মাসে রয়েছে ভিভো’র টানা ৩ দিনের স্পেশাল সার্ভিস ডে। ২১ ডিসেম্বর থেকে এই বিশেষ সেবা শুরু হয়; চলেছে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই অফার থেকে ভিভো গ্রাহকরা স্মার্টফোন এক্সেসরিজের উপর ১০% এবং নির্দিষ্ট কিছু পার্টসে ২০% পর্যন্ত ডিসকাউন্ট পেয়েছেন। ফ্রি সফটওয়্যার আপগ্রেডের সুবিধা, ফ্রি প্রোটেক্টিভ ফিল্ম ও ফ্রি লেবার ফি এর সাথে এক ঘন্টায় স্মার্টফোন রিপ্যায়ারের সুযোগ। মাস্ক, টিস্যু ও সেনিটাইজার প্রদানের পাশাপাশি মজার সব গেইম-প্লে এক্টিভিটি।
৩ দিনের এই বিশেষ সেবা নিয়ে, ভিভো বাংলাদেশের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, গ্রাহক সেবা সব সময়ই ভিভো’র প্রধান লক্ষ্য। বিশেষ করে, বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিতকরণে ভিভো’র সুখ্যাতি রয়েছে। তবে, বিজয়ের মাস ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি অর্থবহ। তাই এই মাসে আমরা এই গ্রাহকসেবার পরিধি বাড়িয়েছি। অন্য সময় প্রতি মাসে ১ দিন সার্ভিস ডে পালিত হলেও এই মাসে ৩ দিনব্যাপী চলছে স্পেশাল সার্ভিস ডে। বাংলাদেশের ভিভো গ্রাহকদেরকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত ।
ভিভো’র যে কোন অথোরাইজড সার্ভিস সেন্টার থেকে গ্রাহকেরা এই সুবিধা পাচ্ছেন ।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি , ২৩ ডিসেম্বর , ২০২১
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি