পাঠ্যবইয়ে নতুন ধারার ডিজিটাল শিক্ষা জরুরি : টেলিযোগাযোগ মন্ত্রী

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ধারার ডিজিটাল শিক্ষা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা জরুরি হয়ে পড়েছে বলে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিডি সায়েন্স টেকনলজি ও ম্যাথ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠান ভার্চুয়ালি যুক্ত হয়ে এক কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের আর্থ –সামাজিক প্রেক্ষাপটে চতুর্থ শিল্প বিপ্লবে উন্নত দুনিয়া যেভাবে দেখছে সেভাবে এখানে দেখলে চলবে না। উন্নত বিশ্বে ডিজিটাল প্রযুক্তি মানুষের স্থলাভিসিক্ত হবে। দেশের বিশাল জনগোষ্ঠাীর বিবেচনায় যন্ত্রকে মানুষের স্থলাভিসিক্ত করার ধারণাটি গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল বাংলাদেশ বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

Techshohor Youtube

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল যুগের শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করে নতুন ধারা সৃষ্টির এখনই সময়। দেশের তরুণরা খুবই মেধাবি। দেশের শতকরা ৬৫ভাগেরও বেশি এই তরুণ জনগোষ্ঠী সোনার বাংলা প্রতিষ্ঠার মূল শক্তি। নতুন ধারার ডিজিটাল শিক্ষা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হওয়া দরকার।

এই জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষার্থীদের ডিজিটাল ইন্ডাস্ট্রি ও ট্রেডবডির বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্যোগ গ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাবেক উপাচার্যবৃন্দ, গবেষক ও অধ্যাপকরা বক্তব্য রাখেন।

*

*

আরও পড়ুন