Techno Header Top and Before feature image

ফাইভজির জন্য স্পেকট্রাম নিলাম মার্চে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফাইভজির জন্য ২০২২ সালের মার্চে স্পেকট্রাম নিলাম করতে চায় বিটিআরসি।

বৃহস্পতিবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) এর সঙ্গে বিটিআরসির এক মতবিনিময় সভায় এ তথ্য জানান নিয়ন্ত্রণ সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি জানান, মোবাইল অপারেটরগুলোর কাছ হতে এখন এ নিলাম করার বিষয়ে পজেটিভ সাড়া পাওয়া যায়নি। অপারেটরগুলো বলছে, তারা চলতি বছরের মার্চে স্পেকট্রাম নিলামে অনেক টাকা বিনোয়োগ করেছে। এখন আবার স্পেকট্রাম কিনতে হলে তাদের প্রস্তুতির প্রয়োজন আছে। তাই এটি আসছে মার্চে করা হচ্ছে।

সভায় স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিঃ জেঃ মোঃ শহীদুল আলম জানান, ২৩০০ মেগাহার্জ, ২৬০০ মেগাহার্জ এবং ৩৫০০ মেগাহার্জ ব্যান্ডে এ নিলাম হবে। এতে ২৩০০ ব্যান্ডে ৬৫ মেগাহার্জ , ২৬০০ ব্যান্ডে ১০০ মেগাহার্জ এবং ৩৫০০ ব্যান্ডে ৪০০ মেগাহার্জ স্পেকট্রাম নিলাম হবে।

তবে এখনও দামসহ অন্যান্য বিষয়গুলো ঠিক করা হয়নি বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌঃ এ কে এম শহীদুজ্জামান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, কমিশনার আবু সাঈদ দিলজার হোসাইন।

বিটিআরসির গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী এবং সাধারন সম্পাদক সমীর কুমার দে।

এতে উপস্থিত ছিলেন বিটিআরসির বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং টিআরএনবির কার্যনির্বাহী কমিটিসহ সদস্যরা।

*

*

আরও পড়ুন