![]() |
টেকশহর.কম ডেস্ক: প্লে স্টোরে লাইভ হওয়া নতুন কিছু অ্যান্ড্রয়েড গেইম সম্পর্কে জেনে নেওয়া যাক।
ক্রেজি ওয়ারিয়র্স
ছোট্ট পরসেরে মজার রানার গেইম। এই গেইমে দৌড়াতে, জাম্প দিতে, উড়তে ও শ্যুট করতে পারবেন। দৌড়ানোর সাথে সাথে দৃশ্যগুলি পরিবর্তিত হয়। ডাউনলোড লিংক
পিউর স্নাইপার: সিটি গান শুটিং
গেইমটির মূলত স্নাইপার ব্যবহার করে শুট করার গেইম। অন্য মানুষ, গাড়ি ,বিমান কিংবা শত্রুকে স্নাইপার শুট করতে পারবেন। এটি বিনামূল্যে খেলা যাবে। ডাউনলোড লিংক
স্ল্যাশ এবং রোল: লাইভ গিল্ড রেইডস
এটি ডাইস গেইম। আপনি নিজে গিল্ড চয়েজ করতে পারবেন, এমনকি হিরো ক্যারেক্টারকে কাস্টমাইজডও করতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। ডাউনলোড লিংক
বার্ন’এম’অল
আপনি কি এমন কোনোদিন ভেবেছেন যে, এই পৃথিবী পুড়িয়ে ফেলার মত? সম্ভবত ভাবেননি। তবে এমন কেউ কেউ আছেন তারা হয় কোনো একদিন ভেবেছেন পুথিবী পুড়িয়ে ফেলতে। গিইমটি তাদের জন্যই।
ডাউনলোড করা যাবে বিনামূল্যে। নেই কোনো বিজ্ঞাপনের ঝামেলা। ডাউনলোড লিংক
হিরো কুইস্ট-কোম্পানিয়ন অ্যাপ
এটি ফিজিক্যাল বোর্ড গেম। আপনার ফোন/ট্যাবলেটের স্পীকারের মাধ্যমে বর্ণিত কোয়েস্ট নির্দেশাবলী, সাউন্ড এফেক্ট এবং একটি সাধারণ অন্ধকূপ পরিবেশ পাবেন। যারা নতুন তাদের জন্য টিউটোরিয়ালও রয়েছে। ডাউনলোড লিংক
মনচেজ
এটি একটি ইউনিক পাজল গেইম বা ধাঁধার খেলা। ধাঁধা সমাধান করতে ছবিগুলিকে সারিবদ্ধ ভাবে সাজাতে হয়। একটি কিউবের প্রতিটি দিকে ভিন্ন ভিন্ন ছবি বা ইমেইজ থাকে। কিউবটি ঘোরানোর সময় লক্ষ্য রাখতে হবে যে, পাজলের সমাধান করতে ইমজেগুলো একই লাইন আপে থাকে। এভাবেই পাজলগুলো মিলাতে হবে। গেইমটির টাচ কন্ট্রোল ভালো কাজ করে। ডাউনলোড লিংক
সূত্র: ইন্টারনেট/জেডএ