![]() |
টেকশহর.কম ডেস্ক : সম্প্রতি হুয়াওয়ে তাদের আলােচিত ব্র্যান্ড Honor-এর জন্য বিবেচিত সাত শতাধিক ট্রেডমার্ক নতুন মালিকদের কাছে হস্তান্তর করেছে। হুয়াওয়ে জানিয়েছে, Honor এখন থেকে স্বাধীনভাবে কাজ করবে। অনারের প্রেসিডেন্ট জর্জ ঝাও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন।
নথীতে দেখা গেছে, অনার এখন শেনজেন ঝিক্সিন নিউ ইনফরমেশন টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত। এটি Honor Devices Co. Ltd নামে ১ এপ্রিল,২০২১ সালে প্রতিষ্ঠিত। কোম্পানিটির নিন্ধিত মূলধন ৩১.৫৪ বিলিওন। ওয়ান বাও অনারের চেয়ারম্যান হিসেবে থাকছেন।
বিষয়টি অনারের জন্য ইতিবাচক হবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। কারন মার্কিন চিপসেট এবং গুগল মোবাইল সার্ভিসের (GMS) ব্যবহারে হুয়াওয়ের উপর জারি করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ধকল আর অনারকে সামলাতে হবে না। ট্রেডমার্ক বিক্রয়ের পর, হুয়াওয়ে অনার বিনিয়োগকারীদের থেকে তার নাম প্রত্যাহার করেছে।
অনারের প্রধান জর্জ ঝাও বলেছেন, তার কোম্পানি স্মার্টফোন বাজারে বড় প্রতিযোগীদের সাথে অংশ নিতে ও প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস চালু করবে।
সূত্র: ইন্টারনেট/জেডএ/নভেম্বর ২১/১৫১০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি