![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস ১২ ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে ফাইভজি নেটওয়ার্কে প্রবেশ করবে টেলিটক।
এ দিন রাজধানীর ৬টি টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) দিয়ে এ নেটওয়ার্ক চালানোর পরীক্ষা শুরু করবে সরকারি অপারেটরটি।
তবে এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকছে না। টেলিটকের কিছু নিজস্ব সংযোগ এবং সরকারি দপ্তরে এ সংযোগ ব্যবহার হবে।
শনিবার রাজধানীর গুলশানে বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ ভবনে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে এক কর্মশালায় এ তথ্য জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।
সাহাব উদ্দিন বলেন, ১২ ডিসেম্বর ফাইভজির ট্রায়ালের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এদিন রাজধানীর ৬টি টাওয়ারের মাধ্যমে এ নেটওয়ার্কের পরীক্ষা শুরু হবে।
ফাইভজি প্রযুক্তি এবং টেলিটকের প্রস্তুতি নিয়ে আয়োজিত এ কর্মশালায় টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দেসহ সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা অংশ নেন।
এতে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন টেলিটকের কোম্পানি সচিব তারঘীবুল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) রেজাউল করিম রিজভী।
প্রবন্ধে টেলিটকের চলমান কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা এবং ফাইভজি প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
এতে আরও বক্তব্য রাখেন টেলিটকের মহাবব্যস্থাপক (সেলস অ্যান্ড ডিসট্রিবিউশন) প্রকৌশলী এসকে ওয়াহিদুজ্জামান ।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি