![]() |
টেকশহর.কম ডেস্ক : নিরাপত্তা সফটওয়্যার কোম্পানি “ম্যাকাফি” একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে ১৪ বিলিয়ন ডলারেরও বেশিতে বিক্রি হতে যাচ্ছে। গত সোমবার কোম্পানিটি তাদের এই চুক্তির কথা ঘোষণা করেছেন। অন্যদিকে ‘ব্লুমবার্গ’ গত সপ্তাহের একটি রিপোর্টে বিষয়টি প্রথম প্রকাশ করে।
১৯৮৭ সালে কম্পিউটার প্রোগ্রামার জন ম্যাকাফি এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। “ম্যাকাফি” তার কম্পিউটার অ্যান্টিভাইরাস সফটওয়্যারের জন্য বেশ পরিচিত। ১৯৯৪ সালে জন মাক্যাফি কোম্পানিটি ছেড়ে চলে যান। এরপর ২০১০ সালে ইন্টেল ৭.৬৮ বিলিয়ন ডলারে “ম্যাকাফি”-কে কিনে নেয়।
২০১৪ সালে ইন্টেল ঘোষণা করেছিল যে, নিরাপত্তা সফটওয়্যারটির জন্য “ম্যাকাফি” ব্র্যান্ড নামটি তারা বাতিল করে এটিকে “ইন্টেল সিকিউরিটি” হিসাবে পুনঃব্র্যান্ডিং করছে।
গত অক্টোবরে “ম্যাকাফি” সরকারি শেয়ারবাজারে ফিরে আসে। কোম্পানিটি এক ঘোষণায় বলেছিল যে, জুলাই মাসে প্রাইভেট ইক্যুইটি ফার্ম “সিম্ফনি টেকনোলজি” গ্রুপের কাছে তার এন্টারপ্রাইজ ব্যবসা ৪ বিলিয়ন ডলারে বিক্রি করার পরে ম্যাকাফি একটি “পিউর-প্লে কনজিউমার সাইবার সিকিউরিটি” কোম্পানি হিসাবে বাজারে থাকবে।
তবে গত সোমবারের চুক্তির মাধ্যমে কোম্পানিটিকে অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল কর্পোরেশন, পারমিরা অ্যাডভাইজারস এবং ক্রসপয়েন্ট ক্যাপিটাল পার্টনারস কিনে নিয়েছে।
জন ম্যাকাফির পরিণতি
জন ম্যাকাফি কোম্পানিটি ছাড়ার পর একটি দুঃসহ জীবনযাপন করেছিলেন। ২০১২সালে, বেলিজের কর্তৃপক্ষ তাকে প্রতিবেশীর হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ায় তিনি গুয়াতেমালায় পালিয়ে যান। গত মার্চ মাসে তার বিরুদ্ধে একটি “পাম্প এবং ডাম্প” ক্রিপ্টোকারেন্সি স্কিমের জন্য সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল, যেখানে কর্তৃপক্ষ বলেছিল যে তিনি এবং তার দেহরক্ষী তাদের টুইটার ফলোয়ারদের কিছু কয়েনে বিনিয়োগ করতে রাজি করেছিলেন, তারপর যখন দাম বেড়ে যায় তখন তারা কয়েনগুলো বিক্রি করে দেন। ট্যাক্স জালিয়াতির অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য স্পেন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার অনুমোদন দেয়। এর কিছু সময় পরেই জুন মাসে ম্যাকাফিকে বার্সেলোনার একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায়।
সূত্র: ইন্টারনেট/জেডএ/নভে ১১/১৬৩০