![]() |
টেকশহর.কম ডেস্ক : গবেষণা সংস্থার মার্কারি রিসার্চের দেওয়া তথ্যমতে, কোভিড-১৯ এর প্রকোপ কমে যাওয়ায় কম দামের ল্যাপটপ বাজারে বড় ধ্বস নেমেছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তুকে ১ কোটি ৮০ লাখ ইউনিট ল্যাপটপ কম বিক্রি হওয়া সেই ইঙ্গিতই দেয়।
একই ঢেউ লেগেছে কমদামের ল্যাপটপ সিপিইউ, যেমন ইন্টেল সেলেরন এবং এএমডি অ্যাথলন প্রসেসরের বাজারেও। এক্ষেত্রে চাহিদা কমেছে ৫০ শতাংশ।
মার্কারি রিসার্চের প্রেসিডেন্ট ডিন ম্যাককারন, এই ধস বা পতনকে “পিসি সিপিইউ মার্কেটের ইতিহাসের সবচেয়ে খারাপ অন-কোয়ার্টার মন্দা” বলে অভিহিত করেছেন। তিনি গুগল ক্রোমবুকের মতো এন্ট্রি-লেভেল ল্যাপটপের চাহিদা নিঃশেষ করার জন্য এই মন্দাকেই দায়ী করেছেন। যদিও গুগল ক্রোমবুকের মতো ল্যাপটপ শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।
কোভিড-১৯ এর কারনে বাসায় বসে ক্লাস করার প্রয়োজন দেখা দিলে গত বছর ক্রোমবুক এবং অন্যান্য নোটবুকের বিক্রি বেড়ে যায়। কিন্তু করোনা মহামারী কমার সাথে সাথে চাহিদাও কমে গেছে, যার প্রভাব পড়েছে শিপমেন্টের উপর।
মার্কারি রিসার্চের নিজস্ব ডেটা বলছে যে, এন্ট্রি-লেভেল ল্যাপটপ সিপিইউগুলি ২০২০ সালে চতুর্থ কোয়ার্টার থেকে ২০২১ সালর সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত প্রতি কোয়ার্টারে ১৮০ শতাংশের বেশি বেড়েছে। কিন্তু করোনা মহামারী কমার সাথে সাথে পণ্যগুলির চাহিদা দ্রুত কমে যাচ্ছে। এদিকে ডেস্কটপ, সার্ভার এবং আইওটি ডিভাইসের জন্য প্রসেসরের চালান বাড়ছেই।
এদিকে, এবছরের তৃতীয়ার্ধে পিসি শিপমেন্টে কমে যাওয়ার ফলে সিপিইউ-র গড় দাম বেড়েছে, ১৫১ ডলার থেকে বেড়ে দাড়িয়েছে ১৬৮ ডলারে।
সূত্র: ইন্টারনেট/জেডএ/নভে ১১/ ১৫০০