![]() |
টেকশহর.কম ডেস্ক : নভেম্বর শেষ হওয়ার আগেই নাকি স্যামসাং, শাওমি, আর হুয়াওয়ের হ্যান্ডসেটে যুক্ত হবে স্ন্যাপড্রাগন ৮৯৮! কোয়ালকমের পরবর্তী এই ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে খবরটিকে কেউ কেউ গুজব বললেই তা মানতে নারাজ চীনা মিডিয়া ‘ডিজিটাল চ্যাট স্টেশন’। তবে কবে নাগাদ লঞ্চ বা আত্মপ্রকাশ করবে সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি।
খবর যদি সত্যি হয়, তবে Qualcomm এই মাসে নতুন ফ্ল্যাগশিপ চিপসেট ঘোষণা করবে এবং এরপর স্ন্যাপড্রাগন ৮৯৮ চালিত ফোনগুলি বাজারে আসবে। এছাড়াও স্যামসাংয়ের 4nm প্রসেসরসহ sm8450 (ডাবড স্ন্যাপড্রাগন ৮৯৮) এই বছর এবং sm8475 ( স্ন্যাপড্রাগন ৮৯৮+ বলা যেতে পারে) ২০২২ সালের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে।
ধারণা করা হচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮, অ্যাড্রিনো ৭৩০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিটসহ ডুয়াল ৩৪০০ আর্কিটেকচারে চলবে। চিপ হবে অক্টা-কোর 1.79GHz ফ্রিকোয়েন্সির
সূত্র : ইন্টারনেট/জেডএ/নভে ৯/১২৪০
আরও পড়ুন
কোয়ালকমের ক্যামেরা ও ফাইভজি বান্ধব চিপ ‘স্ন্যাপড্রাগন ৮৮৮’
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি