![]() |
টেক শহর স্টাফ কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের একটি ওয়েবসাইট গত ১৫ বছরে কোনো আপডেট হয়নি। ‘মনস্টার ট্রাক ম্যাডনেস ২’ নামের ভিডিও গেইমের ওয়েবসাইট এটি। সর্বশেষ আপডেট করা হয় ১৯৯৮ সালে ।
সম্প্রতি জয়িদ্যহ্যামস্টার নামে এক ব্যক্তি সামাজিক নিউজ ও এন্টারটেইনমেন্ট সাইট রেডিটে ওয়েবসাইটটির লিংক প্রকাশ করলে তা সবার নজরে আসে। এতে দেখা যায়, সাইটটিতে এখনও রেট্রো ফ্লাশব্যাক রয়েছে। গেইম খেলতে যে ধরনের সিস্টেম রিকোয়ারমেন্ট দেখলে এখন হাসিই পাবে অনেকের! কেননা এসব সিস্টেম এখন আর ব্যবহার হয় না বলেলেই চলে।
সম্প্রতি ওয়েবসাইটটি নিয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট এটির লিংক নিষ্ক্রিয় করে দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আপডেট করেনি।
গেইমটি খেলতে যা প্রয়োজন :
– ইন্ডিয়া টাইমস ও বিজনেস ইনসাইডার অবলম্বনে তুহিন মাহমুদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি