১৫ বছরে আপডেট নেই মাইক্রোসফট ওয়েবসাইটের!

Monster Truck Madness 2 website_ TechShohor

টেক শহর স্টাফ কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের একটি ওয়েবসাইট গত ১৫ বছরে কোনো আপডেট হয়নি। ‘মনস্টার ট্রাক ম্যাডনেস ২’ নামের ভিডিও গেইমের ওয়েবসাইট এটি। সর্বশেষ আপডেট করা হয় ১৯৯৮ সালে ।

সম্প্রতি জয়িদ্যহ্যামস্টার নামে এক ব্যক্তি সামাজিক নিউজ ও এন্টারটেইনমেন্ট সাইট রেডিটে ওয়েবসাইটটির লিংক প্রকাশ করলে তা সবার নজরে আসে। এতে দেখা যায়, সাইটটিতে এখনও রেট্রো ফ্লাশব্যাক রয়েছে। গেইম খেলতে যে ধরনের সিস্টেম রিকোয়ারমেন্ট দেখলে এখন হাসিই পাবে অনেকের! কেননা এসব সিস্টেম এখন আর ব্যবহার হয় না বলেলেই চলে।

সম্প্রতি ওয়েবসাইটটি নিয়ে আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট এটির লিংক নিষ্ক্রিয় করে দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আপডেট করেনি।

Techshohor Youtube

 

Monster Truck Madness 2 website_ TechShohor

গেইমটি খেলতে যা প্রয়োজন :

  • পেন্টিয়াম ১৩৩ মাল্টিমিডিয়া পিসি অথবা উন্নত প্রসেসর
  • মাইক্রোসফট উইন্ডোজ ৯৫, উইন্ডোজ এনটি ওয়ার্কস্টেশন অপারেটিং সিস্টেম
  • ১৬ মেগাবাইট র‍্যাম
  • ১৬ বিট কালার মনিটর, সুপার ভিজিও
  • মাইক্রোসফট মাউস অথবা সমর্থিত কোনো পয়েন্টিং ডিভাইস, জয়স্টিক অথবা রেস কার কন্ট্রোলার
  • হেড টু হেড গেম খেলার জন্য ২৮.৮ বাউড মডেম।

– ইন্ডিয়া টাইমস ও বিজনেস ইনসাইডার অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

আরও পড়ুন