মহাসড়কে সিসিটিভি মনিটরিংয়ে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার সংযোগ নেবে পুলিশ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসিটিভি মনিটরিং সিস্টেমে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার সংযোগ নেবে পুলিশ।

হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় এ বিষয়ে বিটিসিএল এবং পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিটিসিএলের প্রধান কার্যালয় টেলিযোগাযোগ ভবনের সম্মেলন কক্ষে সম্প্রতি বিটিসিএলের জেনারেল ম্যানেজার এক্সটার্নাল এফেয়ার্স ড. মো. আনোয়ার হোসেন মাসুদ এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশ মো. মিজানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Techshohor Youtube

এ সময় বিটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর ড. মো. রফিকুল মতিন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে টেলিফোনে সংযুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স থেকে শুরু করে বর্তমানে সরকারের যত প্রধান সেবা রয়েছে সবগুলো সেবার নেটওয়ার্ক বিটিসিএল প্রদান করে আসছে। করোনাকালে বিটিসিএলের নেটওয়ার্ক যদি যথাযথভাবে কাজ না করতো, তাহলে সংকটে পড়তে হতো।

*

*

আরও পড়ুন