![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মস্কোয় অনুষ্ঠিত ৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় এশিয়া পশ্চিমাঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট )।
১ অক্টোবর থেকে এ প্রতিযোগিতা শুরু হয় , বিশ্বের ১২০ টি বিশ্ববিদ্যালয় দল এতে অংশগ্রহণ করে।
তথ্যপ্রযুক্তি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৪৫ম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) অনুষ্ঠিত হবে বাংলাদেশে। মঙ্গলবার এই ঘোষণা দেন আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. উইলিয়াম বিল পাউচার । এই ঘোষণার মধ্য দিয়ে মস্কোর ম্যানিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয়েছে আইসিপিসি ২০২০ সালের ৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দলনেতা হিসেব সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের আন্তর্জাতিক সর্ববৃহৎ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা হল আইসিপিসি
টিটি / ৫ অক্টোবর / ২০২১
আরও পড়ুন
আইসিপিসি ঢাকার চ্যাম্পিয়ন বুয়েট হেলবেন্ট
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি