![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কিছু দিন আগেই এলো আইফোন ১৩। এর পরবর্তী সংস্করণ (১৪) আসতে আরো প্রায় এক বছর বাকি। এরই মধ্যে আগাম আলোচনা শুরু হয়ে গেছে এই সংস্করণটি নিয়ে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সাইটগুলো দাবি করছে– আগামীর সংস্করণটিতে (আইফোন ১৪) স্টোরেজ বর্তমানের সংস্করণের চেয়ে দ্বিগুণ করে ২ টেরা বাইট করা হচ্ছে। অ্যাপল নতুন সংস্করণ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
আইফোন ১৪ সিরিজের সব ভ্যারিয়েন্টের সেটেই ২ টেরা বাইট স্টোরেজ থাকবে নাকি কেবল প্রো ভ্যারিয়েন্টে; এ নিয়ে খোলাসা করেনি সংশ্লিষ্ট সূত্র।
কী কারণে এতো বিশাল স্টোরেজ দেয়া হচ্ছে, এ নিয়েও চলছে বিশ্লেষকদের নানা যুক্তির বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে, নতুন সংস্করণে উচ্চ পর্যায়ের ক্যামেরা ব্যবহার হতে পারে। ছবি ও ভিডিওর মান যতো উচ্চ পর্যায়ের হবে, স্টোরেজ তুলনামূলক ততই বেশি দরকার হবে।
তাছাড়া যারা ছবি ও ভিডিও ধারণ কিংবা ভ্লগিং পছন্দ করেন, তাদের বড় পরিসরের স্টোরেজ দরকার হয়। এ কারণেই হয়তো বড় স্টোরেজ রাখা হচ্ছে আইফোনের অনাগত সংস্করণে।
যদিও অ্যাপল এখন পর্যন্ত আইফোন ১৪ নিয়ে এ ধরনের কোনো তথ্যই দাপ্তরিকভাবে দেয়নি।
সূত্র : ইন্টারনেট/টিআর/অক্টোবর ৩/২০২১/২০৩০