![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অবশেষে এলো বহুল প্রতীক্ষিত আইফোনের নতুন সিরিজ। ক্যামেরা ও ব্যাটারিসহ কয়েকটি অংশে নতুনত্ব থাকছে এই সিরিজে (আইফোন ১৩)। আগের সিরিজের মতো আইফোন ১৩-তেও থাকছে চারটি মডেল– আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।
মডেল চারটির মধ্যে প্রথম দুটো নন-প্রো ঘরানার আর বাকিগুলো প্রো। ১৩ সিরিজের সেগুলোর নকশা, স্পেসিফিকেশন বা ফিচার, দরদাম নিয়ে আগে থেকেই অনেক তথ্য চাওর হয়েছিল। ১২ সিরিজের সঙ্গে ভারসাম্য রেখেই করা হয়েছে ১৩ সিরিজ। আগের সিরিজের চেয়ে নতুন সিরিজে ডিসপ্লের নচ কিছুটা ছোট করা হয়েছে। এছাড়া ক্যামেরা সেন্সরও তুলনামূলক বড় করা হয়েছে।
ব্যাটারির ব্যাকআপ থাকবে আগের সিরিজ থেকে আড়াই ঘণ্টা বেশি।
আইফোন ১৩-এর দাম ৮২৯ থেকে ও আইফোন ১৩ মিনির দাম ৭২৯ ডলার থেকে শুরু হবে। মডেল দুটি থাকছে পাওয়া যাবে ১২৮ গিগাবাইট, ২৫৬ গিগাবাইট এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টে। এদিকে, আইফোন ১৩ প্রো-এর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম হবে অন্তত ১ হাজার ৯৯ ডলার।
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ১৭ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করা যাবে আর বাজারে আসবে ২৪ সেপ্টেম্বর।
সূত্র : ইন্টারনেট/টিআর/সেপ্টেম্বর ১৫/২০২১/১১০৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি