![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর ঃ রবি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস উপায় ব্যবহারকারী গ্রাহকদের কোন মোবাইল চার্জ ছাড়াই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ দিচ্ছে ।
এছাড়া, রবি এবং এয়ারটেল গ্রাহকরা উপায়ে নিবন্ধন করে পাবেন ১ জিবি ইন্টারনেট বোনাস এবং ৪৫০ টাকা পর্যন্ত নগদ পুরস্কার ।
রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, উপায়ের সাথে এ চুক্তির মাধ্যমে রবি-এয়ারটেল গ্রাহকদের বহুমুখী ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ আরও প্রসারিত হবে।
এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান উপায় এবং রবি একটি চুক্তি স্বাক্ষর করে। উপায়ের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও সাইদুল এইচ খন্দকার এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
আরও পড়ুন
ডেটা ও ভয়েসে আয় বেড়েছে রবির
জরুরি প্রয়োজনে বিনামূল্যে ডাটা-মিনিট দিচ্ছে রবি
জিপির ওপর এসএমপির ‘ঠিকঠাক’ বাস্তবায়ন দেখছে না রবি
টিটি / ১৩ সেপ্টেম্বর / ২০২১
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি