![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চায় ফেইসবুক।
আর এই খাতের মধ্যে ইন্টারনেট অবকাঠামো গুরুত্ব পাক, এমনটাই চায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ফেইসবুকও এতে তাদের আগ্রহের কথা জানিয়েছে।
সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেইসবুক প্রতিনিধির এক ভার্চুয়াল বৈঠকে এসব বিষয় আলোচনা হয়।
বৈঠকে ফেইসবুকের বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবহানাজ রশীদ দিয়া অংশ নেন।
মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে বলেন, ‘ফেইসবুক বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছে। তবে আমাদের আগ্রহ এই বিনিয়োগ দেশের ইন্টারনেট অবকাঠামো খাতে হোক।’
‘এখন বিটিআরসির সঙ্গে এ বিনিয়োগ সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপ করে উভয়পক্ষ সম্ভাব্য সম্ভাবনাগুলো দেখে এ প্রক্রিয়া এগিয়ে নেবে’ বলছিলেন মন্ত্রী।
দেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের মতো এক্সপ্রেস ওয়াইফাই, টেরাগ্রাফ, ওপেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং জিরো রেটেট প্রোগ্রামের মতো কার্যক্রমে কাজ করতে আগ্রহের কথা বৈঠকে জানায় ফেইসবুক।
বৈঠকে টেলিযোগাযোগ মন্ত্রী উল্লেখ করেন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণের ফলে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শক্তিশালী নেটওয়ার্ক যত সম্প্রসারিত হবে ফেইসবুকের ব্যবহারকারী তত বাড়বে, এতে ফেইসবুক অনেক বেশি লাভবান হবে ।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি