ফটোশপ সিএস ৬ : লুমিনেন্স

হাসান যোবায়ের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফটোশপে রয়েছে অনেক অনেক অপশন এবং ফিচার। সব অপশন সম্পর্কে জানা সম্ভবও নয়। তবে যে টুলস বা ফিচারের কথা না জানলেই নয় সেসব নিয়েই আলোচনা করা হচ্ছে। এই ১৪তম পর্বে লুমিনেন্স (Luminance) নিয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে। লুমিনেন্স ব্যবহার করে কিভাবে ইমেজ ঠিক করা যায় সেটাই টিউটোরিয়ালে বলা হয়েছে।

*

*

আরও পড়ুন