দেশে অ্যামাজনের জুন-জুলাই মাসের আয়ে ভ্যাট ৫৩ লাখ টাকা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রথমবারের মত সরাসরি ৫২ লাখ ৯৭ হাজার ৭৭৯ টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) দিয়েছে অ্যামাজন।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের মাধ্যমে জুন ও জুলাই মাসের ভ্যাট হিসেবে এই অর্থ জমা করে তারা ।

ভ্যাট নিবন্ধন নেয়ার পর এটাই অ্যামাজনের প্রথম ভ্যাট দেয়া।

Techshohor Youtube

আমাজনের সহযোগী সংস্থা আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন গ্রাহকদের থেকে পাওয়া ৩ দশমিক ৫২ কোটি টাকার ওপর এই ভ্যাট দিয়েছে। ২০২১ সালের জুন-জুলাই মাসের ভ্যাট হিসেবে অ্যামাজন এই অর্থ পরিশোধ করে।

এনবিআর গণমাধ্যমকে জানায়, বিদেশী প্রতিষ্ঠান হিসেবে ২৭ মে ‘আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন’ নামে নিবন্ধন পায় অ্যামাজন । দেশে অ্যামাজনের ভ্যাট রিটার্ন দাখিল ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

দেশে গুগলের মে-জুন মাসের আয়ে ভ্যাট সোয়া ২ কোটি টাকা

দেশে ফেইসবুকের জুন মাসের আয়ে ভ্যাট ২ কোটি ৪৪ লাখ টাকা

দেশে হ্যান্ডসেট উৎপাদনে ভ্যাট অব্যাহতি আরও দু’বছর

ব্রডব্যান্ডে ভ্যাট জটিলতা কাটলো, মান বাড়বে সেবার

*

*

আরও পড়ুন