![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ ইঞ্জিনসহ বেশ কিছু সেবায় শিশুদের সাইবার নিরাপত্তা সংক্রান্ত ফিচার এনেছে গুগল। ফলে এখন থেকে গুগল সার্চ রেজাল্ট থেকে সন্তানদের ছবি মুছতে পারবেন অভিভাবকরা।
কোনোভাবে সন্তানদের ছবি অনলাইনে চলে যেতেই পারে! যেমন- স্কুলের কোনো আয়োজন বা ব্যক্তি পর্যায়ে তোলা কোনো ছবি ইচ্ছে-অনিচ্ছায় অনলাইনে প্রকাশ হতেই পারে। কিন্তু সেটা যদি সবার জন্য উন্মুক্ত হয়ে যায়, তাহলেই তো বিপত্তি।
অনেক বাবা-মা চান না, তাদের সন্তানদের ছবি অনলাইনে উন্মুক্ত হয়ে যাক। অর্থাৎ কেউ কিছু লিখে গুগলে সার্চ দিলে, সেসব ছবি প্রদর্শিত হোক, সেটা তারা চান না। এই অবস্থায় সমাধান নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল।
গুগল জানায়, এসব পদক্ষেপের মাধ্যমে শিশু-কিশোরদের ডিজিটাল পদচারণায় আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো।
এছাড়া, শিশুদের ইউটিউব সংস্করণ (ইউটিউব কিডস) থেকেও বাণিজ্যিক ধারার মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এর মালিকানা প্রতিষ্ঠান গুগল। কোন ধরনের বিজ্ঞাপন ১৮ বছরেরও কম বয়সীদের জন্য প্রদর্শন করা যাবে, সেটাও নির্ধারণ করে দেয়েছে প্রতিষ্ঠানটি।
শিশু-কিশোরদের জন্য “অটো প্লে” ফিচারটিও সাধারণ অবস্থায় বন্ধ রাখা হয়েছে। যাতে হুট করে কোনো অনাকাঙ্ক্ষিত ভিডিও প্লে না হয়ে যায়।
সূত্র : ইন্টারনেট/টিআর/আগস্ট ১২/২০২১/১৮৪০
আরও পড়ুন
বদলেছে গুগল ফটোসের স্টোরেজ নীতিমালা
বিজ্ঞাপনের জন্য ব্যবহারকারীদের ট্রেকিং করা নিয়ে গুগলের নতুন সিদ্ধান্ত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি