![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নেটফ্লিক্সের সিনেমায় একটি সংলাপে বাংলাদেশের পোশাক শিল্পকে ‘অবমাননা ও অবজ্ঞা’ করা হয়েছে বলে এর নিন্দা জানিয়েছে বিজিএমইএ।
এ বিষয়ে নেটফ্লিক্সকে চিঠি দিয়ে ওই ‘সংলাপ’ সরাতে এবং সরানোর আগ পর্যন্ত ওই সিনেমা বন্ধ রাখার আহবান জানিয়েছে পোশাক শিল্প মালিকদের এই সংগঠন ।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর অ্যান্থনি সারান্ডোসকে রোববার এ পাঠান। পাশাপাশি এ চিঠির অনুলিপি পরিচালক ডেভিড শ্যারন, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকেও দেয়া হয়েছে।
সিনেমাটির নাম ‘দ্যা লাস্ট মার্সেনারি’। ডেভিড শ্যারন পরিচালিত ফারাসি এ সিনেমা ৩০ জুলাই স্ট্রিমিং শুরু করে নেটফ্লিক্সে ।
এতে একটি সংলাপের ইংরেজি সাবটাইটেল রয়েছে ‘ইয়েস, বুলেটপ্রুফ টাক্সেডো, মেইড ইন ফ্রান্স। আই উড বি ডেড ইফ ইট ওয়্যার বাংলাদেশ।’
বাংলায় যার মানে দাঁড়ায় ‘হা, বুলেটপ্রুফ টাক্সেডো, ফ্রান্সে তৈরি। বাংলাদেশের হলে হয়ত মরেই যেতাম।’
চিঠিতে বিজিএমইএ সভাপতি লিখেছেন, ‘এমন মন্তব্য বাংলাদেশের ৪০ লাখ পোশাক শ্রমিকের ত্যাগ, কঠোর পরিশ্রমের প্রতি অবমাননা। বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬০টি দেশে রপ্তানি হচ্ছে।’
‘অবমাননাকর এমন মন্তব্য শুধু বাংলাদেশি পোশাক কারখানাগুলোর জন্যই নয়, বরং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনের প্রচেষ্টার প্রতিও এক ধরনের অবজ্ঞাও’ বলেছেন তিনি।
বিজিএমইএ বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানানোর কথা উল্লেখ করে চিঠিতে বিজিএমইএ সভাপতি বলেন, এ বিষয়ে অতি দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি। অবমাননাকর বক্তব্যগুলো সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।
এছাড়া সংলাপটি সরানোর আগ পর্যন্ত সিনেমাটির প্রচার বন্ধ রাখারও আহবান জানানো হয়েছে।