![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে বর্তমানে ৪ কোটি ৮০ লাখ মানুষ ফেইসবুক ব্যবহার করেন।
ফেইসবুকের এই সংখ্যক ব্যবহারকারীর দিক হতে বিশ্বে বাংলাদেশে অবস্থান দশম।
সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে ফেইসবুক ও বিটিআরসির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যন শ্যাম সুন্দর সিকদার বক্তব্য রাখেন। এতে ফেইসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবহানাজ রশীদ দিয়া, হেড অব কানেকটিভি টম সি ভার্গেসি, কানেক্টিভিটি অ্যান্ড একসেস পলিসি ম্যানেজার তাহানি ইকবাল ফেইসবুকের প্রতিনিধিত্ব করেন।
বৈঠকে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ বাংলাদেশের টেলিকম খাতের অগ্রগতি বিষয়ক উপস্থাপনা দেন।
টেলিকম খাতের সার্বিক অগ্রগতির বিষয়ে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল সংযোগ খাত বিনিয়োগের একটি থ্রাস্ট সেক্টর।
তিনি বলেন, দেশব্যাপী ডিজিটাল সংযোগ সম্প্রসারণের ফলে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। শক্তিশালী নেটওয়ার্ক যত সম্প্রসারিত হবে ফেইসবুকের ব্যবহারকারী তত বাড়বে, এতে ফেইসবুকও অনেক বেশি লাভবান হবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি