ডেটা ও ভয়েসে আয় বেড়েছে রবির

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের দ্বিতীয় প্রান্তিকে ডেটা ও ভয়েস উভয় খাতেই আয় বৃদ্ধি পেয়েছে রবি।

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে ভয়েস সেবা থেকে রবির রাজস্বের হার একই বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আর গত বছরের একই প্রান্তিকের তুলনায় এ খাতে রাজস্ব বেড়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

ডেটায় এ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

Techshohor Youtube

বুধবার এক ডিজিটাল সাংবাদিক সম্মেলনে এ বছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ঘোষণার সময় এসব তথ্য জানায় অপারেটরটি।

অপারেটরটির সক্রিয় সংযোগ ৫ কোটি ১৮ লাখ । এটি দেশের মোট মোবাইল ফোন সংযোগের ২৯ দশমিক ৪ শতাংশ ।

এরমধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৫ লাখ, যা মোট গ্রাহকের ৭২ দশমিক ৪ শতাংশ ।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, দক্ষতার সাথে ব্যয় পরিচালনা করার পাশাপাশি কোম্পানির উজ্জ্বল ভবিষ্যত গড়তে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল প্রযুক্তির পরীক্ষা চালিয়ে যাচ্ছে রবি।

বছরের প্রথম প্রান্তিকের তুলনায় রবির ফোরজি গ্রাহক সংখ্যা দ্বিতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। তবে ২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় রবির ফোরজি গ্রাহক সংখ্যা ৬৫ শতাংশ বেড়েছে। মোট ৫ কোটি ১৮ লাখ গ্রাহকের মধ্যে প্রায় ২ কোটি গ্রাহক ফোরজি সেবার আওতায় এসেছে।

এ প্রান্তিকে রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৩১ কোটি টাকা যা গত প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি । ৪২ দশমিক ১ শতাংশ মার্জিনসহ ইবিআইটিডিএ ৮৫৪ কোটি টাকা, যা গত প্রান্তিকের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি ।

প্রান্তিকটিতে মূলধনী বিনিয়োগ হয়েছে ৫৮৪ কোটি টাকা । আর কর পরবর্তী মুনাফা হয়েছে (পিএটি) ৪৭ কোটি টাকা ।

২০২০ সালের একই প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা ৮ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেলেও চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা ০ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। প্রান্তিকটি শেষে রবির মোট গ্রাহক দেশের মোবাইল ফোন ব্যবহারকারীর ২৯ দশমিক ৪ শতাংশ।

কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) গত প্রান্তিকের তুলনায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিতীয় প্রান্তিকে শূণ্য দশমিক ০৯ টাকা হয়েছে । গত বছরের একই প্রান্তিকের তুলনায় ইপিএস প্রবৃদ্ধি হার ছিল ১৭ দশমিক ৮ শতাংশ। গঠনমূলকভাবে ইবিআইটিডিএ বৃদ্ধির ফলে স্থিরভাবে ইপিএস বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন

জরুরি প্রয়োজনে বিনামূল্যে ডাটা-মিনিট দিচ্ছে রবি

ন্যূনতম করে উষ্মা, ন্যায্যতা চায় রবি

৩৪ কোটি টাকা লাভে বছর শুরু রবির

কিছুই পেলো না মোবাইল ফোন অপারেটররা

*

*

আরও পড়ুন