বিশ্বজুড়ে থমকে ছিলো ব্যাংকিং, ই-কমার্সসহ বহু ওয়েবসাইট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিএনএস বিভ্রাটে বিশ্বজুড়ে কিছু সময়ের জন্য জটিলতায় পড়েছিলো গুরুত্বপূর্ণ ও নামিদামি প্রতিষ্ঠানের ওয়েবসাইটসহ অসংখ্য সাইট।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী আকামাই নেটওয়ার্কে বিভ্রাটের ফলে এমন ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বিভ্রাটের শুরু হয় । এ সময় এয়ারবিএনবি, ডেল্টা এয়ারলাইন্স, কস্টকো হোলসেল করপোরেশন, হোম ডিপো, আমেরিকান এক্সপ্রেস, জোম্যাটো, ওরাকল করপোরেশন, ইএসপিএন ক্রিকইনফোসহ অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না।

Techshohor Youtube

রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, এসময় ওয়েবসাইটগুলোতে ‘ডিএনএস সার্ভিস এরর’ দেখা যাচ্ছিল।

টুইট করে আকামাই তাদের নেটওয়ার্কে সমস্যার জানিয়েছে। সমস্যার সমাধান করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

আরও পড়ুন

মার্কিন স্বাস্থ্য সেবা সিস্টেমে ম্যালওয়্যারের হানা

শিশুদের নিরাপত্তা হুমকিতে ফেলছে ‘ওমেগেল’ ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে এনক্রিপশন ব্যবস্থা

*

*

আরও পড়ুন