ঈদে ঢাকা ছেড়েছেন কোটি মোবাইল ফোন গ্রাহক

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদযাত্রায় মাত্র ৭ দিনে চার মোবাইল ফোন অপারেটরের প্রায় কোটি গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

১৫ জুলাই হতে ২১ জুলাই পর্যন্ত সময়ে ৯৪ লাখ ৫৩ হাজার ৯৮৩ টি সিম ঢাকা হতে ঢাকার বাইরের নেটওয়ার্কে যুক্ত হয়েছে। সাধারণ হিসেবে একজনের কাছে একাধিক সিম যেমন থাকতে পারে তেমনি একটি সিমের বিপরীতে অনেক মানুষও ঢাকা ছাড়তে পারেন।

টেলিযোগাযোগ খাত বিশেষজ্ঞরা বলছেন, সিমের মুভমেন্টের যে পরিসংখ্যান তাতে ধারণা করা যায় কোটির বেশি সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন।

Techshohor Youtube

মোবাইল ফোন অপারেটরগুলোর দেয়া তথ্যে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) এই গতিবিধি পর্যবেক্ষণ করছে।

এরমধ্যে গ্রামীণফোনের সিম রয়েছে ৪৪ লাখ ৯৪ হাজার ৬১৪ টি, রবির ২১ লাখ ৫৪ হাজার ৭৯৪ টি, বাংলালিংকের ২৪ লাখ ১১ হাজার ৪৩২টি এবং টেলিটকের ৩ লাখ ৩ হাজার ১৪৩টি ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এটি সিমের হিসাব, মানুষের হিসাব নয়। অংকের হিসাবে গড়ে জনপ্রতি সিমের সংখ্যা ১ দশমিক ৭০। আবার ১৮ বছর বয়সের আগেও এনআইডি ছাড়া সিম নেই।

আরও পড়ুন

অজান্তে মোবাইলের টাকা কেটে নেয়া, তদন্তে বিটিআরসি

অবৈধ মোবাইল বন্ধে এনইআইআরের পরীক্ষামূলক যাত্রা

৫ লাখ গ্রাহক সংযোগ কমলো মোবাইল অপারেটরগুলোর

দেশে মোবাইল গ্রাহক ১৬ কোটি ছাড়াল

*

*

আরও পড়ুন