আইওএস ১৫ : প্রাইভেসি আরো পোক্ত করলো অ্যাপল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৭ জুন এসেছে অ্যাপলের স্মার্টফোন উপযোগী অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৫।

নতুন সংস্করণে– যখনই কোনো অ্যাপ হ্যান্ডসেটের প্রাইভেসি সংশ্লিষ্ট কোনো ফিচারের (মাইক্রোফোন, ক্যামেরা, ফোন গ্যালারি, লোকেশন, এসএমএস, কল ইত্যাদি) অনুমতি চাইবে, তখনই ব্যবহারকারীরা সেটি দেখতে পাবেন। শেষ সাত দিনে কখন কোন অ্যাপ সচল করা হয়েছিল, সেটিও জানা যাবে।

কোনো অ্যাপ ইন্সটলের আগে এই অ্যাপ কোন কোন এক্সেসের অনুমতি চাইবে, তা আগেই দেখে সিদ্ধান্ত নিতে পারবে ব্যবহারকারীরা।

Techshohor Youtube

মোট কথা, প্রাইভেসি সংক্রান্ত খুঁটিনাটি যতো কিছু আছে, সম্ভাব্য সব তথ্যই একনজরে দেখে নেয়া যাবে নতুন হালনাগাদ সংস্করণের ‘অ্যাপ প্রাইভেসি রিপোর্ট’-এ । প্রাইভেসি ইস্যুতে আগের চেয়েও কঠোর হয়েছে অ্যাপল। বিজ্ঞাপন ট্র্যাকিংয়ের বিরুদ্ধেও তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে।

৭ জুন অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডাব্লিউডাব্লিউডিসি) আইফোন, ম্যাক, আইপ্যাড, ওয়াচ ও অ্যাপল টিভির সফটওয়্যার ও নতুন হালনাগাদ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
এই অনুষ্ঠানে প্রাইভে ফিচার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়।

প্রাইভেসি সংক্রান্ত আরো ফিচার :
১. কেউ যদি স্মার্ট অ্যাসিস্ট্যান ফিচার ‘সিরি’তে ভয়েস কমান্ড ব্যবহার করেন, সেটা অ্যাপলের সার্ভারে সংরক্ষণ করা হবে না। যদিও অন্যান্য প্রযুক্তি সেবাদাতারা এটি করছে।

২. অ্যাপল মেইল ফিচারটি বার্তা প্রেরকের ডিভাইসের আইপি গোপন রাখবে।

৩. ব্রাউজিংয়ের সময় ব্যবহারকারীদের আইপি ঠিকানা ট্র্যাক করা থেকে থার্ডপার্টিগুলোকে বিরত রাখবে অ্যাপলের ব্রাউজার সাফারি।

৪. আই ক্লাউড গ্রাহকরা চাইলে ‘হাইড মাই ইমেইল’ ফিচারের সুবিধা পাবেন।

সূত্র : ইন্টারনেট/টিআর/জুন ৮/২০২১/১৯৩৭

*

*

আরও পড়ুন