নতুন উইন্ডোজ আসছে ২৪ জুন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আনতে যাচ্ছে বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। দাপ্তরিকভাবে এই অপারেটিং সিস্টেমটির নাম না বলা হলেও ধারণা করা হচ্ছে গতানুগতিকভাবে এটি ‘উইন্ডোজ ১১’ নামেই বাজারে আসবে। 

মাসখানেক আগেও মনে করা হচ্ছিলো– হয়তো উইন্ডোজ ১০-এর হালনাগাদ সংস্করণ (21H2) আনা হবে। কারণ সম্প্রতি উইন্ডোজ ১০-এর আইকন, ফাইল এক্সপ্লোরারে পরিবর্তন ও উন্নয়নসহ বেশ কিছু পরিবর্তন এনেছিল মাইক্রোসফট। এর ধারাবাহিকতায় চলতি সংস্করণেরই হালনাগাদ আসবে, এমনটি অনেকেই মনে করেছিল ।

কিন্তু গত সপ্তাহে মাইক্রোসফটের ‘বিল্ড ২০২১’ সম্মেলনে মাইক্রোসফট প্রধানের কথায় স্পষ্ট হয়- হালনাগাদ সংস্করণ নয় বরং নতুন উইন্ডোজই আসছে। তার ভাষায়, এটি হবে ‘আগামী প্রজন্মের উইন্ডোজ’।

Techshohor Youtube

২৪ জুন আনুষ্ঠানিকভাবে এটি অবমুক্ত হবে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যান। ওই দিন তারা সফটওয়্যারটির বিভিন্ন দিক ও ফিচার সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন। অনলাইনে যে কেউ এই উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে পারবেন। সত্য নাদেলা জানান, গত কয়েক মাস তিনি নিজেই এর তদারকি করেছেন।

একটি আন্তর্জাতিক টেক সাইটের প্রতিবেদনে বলা হয়, নতুন উইন্ডোজের লোগোতেও কিছুটা নতুনত্ব থাকতে পারে। এই সংস্করণটির প্রাথমিক বা সাংকেতিক নাম ‘সান ভ্যালি’। তবে উদ্বোধনের দিনই এর আনুষ্ঠানিক নাম জানা যাবে।

সূত্র : ইন্টারনেট/টিআর/জুন ৫/২০২১/১৯৩৫

*

*

আরও পড়ুন