![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। নীতিমালা লঙ্ঘনের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। ফেইসবুকে কোনো ব্যক্তি বা তার অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের মেয়াদের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ শাস্তি।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে রক্তক্ষয়ী হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ফেইসবুকসহ কয়েকটি সামাজিক মাধ্যমে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়।
ওই সময় ফেইসবুক ট্রাম্পের একাউন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেও তার ব্যাপারে চূড়ান্তভাবে কী করা হবে বা তার ওপর কত দিনের নিষেধাজ্ঞা জারি হবে, সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয়নি।
এরপর নিরপেক্ষ ও স্বাধীনভাবে পরিচালিত হওয়া ফেইসবুকের ওভারসাইট বোর্ড ট্রাম্পের ব্যাপারে তদন্তের পর জানায়, অনির্দিষ্টকালের জন্য ফেইসবুকে ট্রাম্পকে নিষিদ্ধ করার বিষয়টি পর্যালোচনা করা উচিত। অতঃপর ৪ জুন ফেইসবুক কর্তৃপক্ষ দাপ্তরিক বৈঠক শেষে গণমাধ্যমে তার বিরুদ্ধে ২ বছরের নিষেধাজ্ঞার চূড়ান্ত এই সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে, গত মাসে টুইটারে ট্রাম্পকে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দেয় মাইক্রো ব্লগিং সাইটটির কর্তৃপক্ষ।
সূত্র : ইন্টারনেট/টিআর/জুন ৫/২০২১/১৩১৭
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি