![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিকাশ নগদ রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা (এমএফএস) কোম্পানিগুলোর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বেলা তিনটায় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী।
প্রস্তাবে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ করা হয়েছে। আগে এটি ছিলো সাড়ে ৩২ শতাংশ । আর তালিকাভুক্ত ছাড়া কোম্পানিগুলোর ক্ষেত্রে ৪০ শতাংশ করা হয়েছে। এটিও আগে ছিলো সাড়ে ৩২ শতাংশ।
দেশে এখন বিকাশ, নগদ, রকেট, শিওরক্যাশ, ইউক্যাশ, এমক্যাশসহ ১৫টি কোম্পানি এমএফএস সেবায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে, গত মার্চ শেষে দেশে এমএফএস সেবার মোট গ্রাহক ছিল ১০ কোটি ২৭ লাখ ৯৬ হাজার।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি