পারমাণবিক চুল্লি বানাবে বিল গেটস-ওয়ারেন বাফেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যৌথ উদ্যোগে পারমাণবিক চুল্লি বানানোর পরিকল্পনা করেছে দুই ধনকুবের বিল গেটস ও ওয়ারেন বাফেট। এই চুক্তির স্থান ওয়াইয়োমিং অঙ্গরাজ্যকে বেছে নিয়েছে। কারণ রাজ্যটি যুক্তরাষ্ট্রের কয়লা উৎপাদনের প্রধান উৎস।

এই পারমাণবিক চুল্লিই হবে প্রথম নাইট্রিয়াম সমৃদ্ধ চুল্লি। বিল গেটস গণমাধ্যমকে বলেন, “আমরা মনে করি, আগামীতে পারমাণবিক শক্তি শিল্পে নাইট্রিয়ামই হবে গেইম চেঞ্জার।”

১৫ বছর আগে বিল গেটসের প্রতিষ্ঠা করা টেরা পাওয়ার ও ওয়ারেন বাফেটের মালিকানাধীন প্যাসিফি কর্প যৌথভাবে এই প্রকল্প কার্যক্রম পরিচালনা করবে। চলতি বছরের শেষ দিকে এ ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে জানাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে।

Techshohor Youtube

পারমাণবিক প্রকল্পটি হবে ৩৪৫টি সোডিয়াম-শীতল চুল্লি সমৃদ্ধ। এর সঙ্গে থাকবে মল্টেন সল্ট নির্ভর সংরক্ষণ ব্যবস্থা, যা পিক সময়ে চাহিদার প্রেক্ষিতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

টেরা পাওয়ারের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে।

সূত্র : ইন্টারনেট/টিআর/জুন ৩/২০২১/১৯০৫

*

*

আরও পড়ুন