হাইটেক পার্কের নতুন এমডি বিকর্ণ কুমার ঘোষ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ।

মঙ্গলবার তিনি যোগদান করেছেন। 

এ সময় হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ এন এম সফিকুল ইসলাম, পরিচালক (কারিগরি) সৈয়দ জহুরুল ইসলামসহ কর্তৃপক্ষের সকল কর্মকর্তা এবং আওতাধীন সকল প্রকল্পের পরিচালক ও উপ-পরিচালকগণ নতুন এমডিকে অভ্যর্থনা জানান।

Techshohor Youtube

এর আগে ৩০ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তিনি নিয়োগ পান। 

প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার হিসেবে খুলনা জেলায় ১৯৯৩ সালে যোগদান করেন ডা. বিকর্ণ কুমার ঘোষ। বর্ণাঢ্য কর্মজীবনে এরপর নড়াইল, মাগুরা, নীলফামারী, রাঙামাটি, ময়মনসিংহ, বরগুনা ও গাজীপুর জেলায় প্রশাসনের বিভিন্ন পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে উপসচিব পদে পদোন্নতি পান। ২০১৬ সালে যুগ্ম-সচিব, ২০১৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান ডা. বিকর্ণ কুমার ঘোষ। সর্বশেষ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

*

*

আরও পড়ুন