![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অভাবের তাড়নায় ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক ফ্রিল্যান্সার।
রাজশাহীর হোসেনীগঞ্জের ভাড়া বাসা থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ এই ফ্রিল্যান্সারের ঝুলন্ত লাশ উদ্ধার করে ।
ফ্রিল্যান্সার আনারুল ইসলাম ওরফে টুটুল (৩৫) এর বাড়ি রাজশাহী নগরের হোসেনিগঞ্জ এলাকায়। স্ত্রী ও তিন ছেলে-মেয়েসহ ভাড়া থাকতেন পাশের শেখপাড়া এলাকায় । সেখানেই একটি রুমে কার্যালয় করেছিলেন। এই রুমে তিনি ফ্রিল্যান্সিং করতেন।
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ গণমাধ্যমকে জানান, বাসার লোকজন বেলা ১১টার দিকে জানতে পেরে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রাতের কোনো এক সময় তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ফেইসবুকে স্ট্যাটাসে দেয়া ১৭ লাখ টাকা পাওয়ার বিষয়ে তদন্ত করা হবে।
ফেইসবুক স্ট্যাটাসে আনারুল ইসলাম লিখেছেন ‘আমি রেক্স আইটির আব্দুস সালাম পলাশ এর কাছে ১৭ লক্ষ্য টাকা পাবো। আমার ব্যাচ নম্বর ১৬৬ । পলাশকে কয়দিন আগে সিআইডি ধরেছে। এই পলাশের জন্য হাজারো পরিবার শেষ হয়ে গেছে, কয়েক হাজার কোটি টাকা মেরে দিয়েছে। সকল রেক্সার ভাই যারা যারা আমাকে চেনেন আমার পরিবার এর পাশে থাকবেন। আর আপনাদের এই হতভাগা টুটুল ভাইকে ক্ষমা করে দিবেন।’
ফেইসবুকে দেয়া দীর্ঘ স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন ‘প্রিয় দেশবাসী আমার স্ত্রী, ছেলে /মেয়ের জন্য কিছু করে যেতে পারলাম না। তবে আমি বেঁচে থাকলে আরো ঋণ বেড়ে যাবে তাই চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। যদি সম্ভব হয় আমার স্ত্রী, ছেলে, মেয়ের থাকার একটা ব্যবস্থা করে দিবেন আপনারা। আর এই হতভাগা ভাইটাকে ক্ষমা করে দিবেন ।’